Manabik Shahajya Sangstha (MSS) Job Circular । মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) এ নিয়োগ বিজ্ঞপ্তি

  • Manabik Shahajya Sangstha Job Circular, Manabik Shahajya Sangstha Job News

    চাকরির বর্ণনাঃ

    মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) জাতীয় পর্যায়ের একটি সুপ্রতিষ্ঠিত ক্ষুদ্রঋণ প্রদানকারী স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা। সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচীতে জরুরী ভিত্তিতে নিম্নোক্ত পদে দক্ষ কর্মী নিয়োগের জন্য সৎ, উদ্যমী এবং কর্মঠ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে।

    পদ সমুহঃ Click below link

    শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পাশ।

    অভিজ্ঞতাঃ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে সহকারী শাখা ব্যবস্থাপক পদে শাখা পরিচালনায় ন্যুনতম ০৪ বছর অভিজ্ঞতা থাকতে হবে।

    বয়সঃ সকল ক্ষেত্রে সর্বোচ্চ ৩৮ বৎসর।

    মাসিক বেতন-ভাতাঃ শিক্ষাণবীশকালে বেতন ২১,৫০০/= টাকা। নিয়মিতকরণের পর নির্ধারিত শহরে ২৭,৯০০/= টাকা এবং পল্লীতে ২৫,২৭৯/= টাকা। অধিক অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে

    অন্যান্য সুবিধাদিঃ চাকুরী স্থায়ীকরণের পর সংস্থার নিয়মানুযায়ী দুটি উৎসব বোনাস ও একটি  ইনসেনটিভ  বোনাস,  বার্ষিক ইনক্রিমেন্ট,  প্রভিডেন্ট ফান্ড,  গ্রাচ্যুইটি, চিকিৎসা  অনুদান,  মৃত্যু/দুর্ঘটনা  জনিত আর্থিক সহায়তা ও সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি, মোবাইল ভাতা, বাইসাইকেল/মটর সাইকেল ঋণ এবং মটরসাইকেল জ্বালানী খরচ সুবিধাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

    আবেদন করার প্রক্রিয়াঃ

    অন্যান্য শর্তাবলীঃ

    ১)         শিক্ষানবীশকাল ০৬ মাস। তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে সকলপদে শিক্ষানবীশকাল হ্রাস/বৃদ্ধি করা হতে পারে।
    ২)         শিক্ষাজীবনের কোন পরীক্ষায় তৃতীয় শ্রেণী/বিভাগ গ্রহণযোগ্য নয়। প্রার্থীকে সংস্থার যে কোন কর্মএলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে এবং মটরসাইকেল চালানো বাধ্যতামূলক।
    ৩)        কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, বাংলা টাইপিং ও ইন্টারনেট ব্যবহার জানা বাধ্যতামূলক।
    ৪)         চাকুরীতে যোগদানের সময় মা/বাবা/আপন ভাই/বোন/নিকটতম আত্মীয় দ্বারা (কমপক্ষে একজন) জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে।
    ৫)         চাকুরীতে যোগদানের সময় ১০,০০০/= টাকা (চাকুরী ত্যাগ করলে লভ্যাংশসহ ফেরৎযোগ্য) জামানত হিসাবে প্রদান করতে হবে।

    আগ্রহী প্রার্থীকে পূণার্ঙ্গ জীবন বৃত্তান্ত ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট  সাইজ  রঙ্গীন  ছবিসহ  আবেদন  আগামী  ০২.০৬.২০২৪  ইং তারিখের  মধ্যে  ‘‘নির্বাহী পরিচালক,  মানবিক  সাহায্য সংস্থা (এমএসএস), ২৯, পশ্চিম পান্থপথ (৪র্থ তলা) ঢাকা-১২০৫” বরাবর হাতে হাতে/ডাক/কুরিয়ার যোগে পাঠাতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। চাকুরীর জন্য কোন প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে। যোগ্য মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। এমএসএস নিয়োগ সংক্রান্ত শর্তাবলীর যে কোন অংশ  সংশোধন/সংযোজনসহ  যে  কোন আবেদনপত্র বাতিল ও নিয়োগ সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ অধিকার সংরক্ষণ করে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

    এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েব সাইট www.mssbd.org/career এ পাওয়া যাবে।

    বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

    Apply Instructions:

    Interested candidates are requested to send their CVs along with a cover letter (in one MS word/PDF file) addressed to the Executive Director, MSS to: hr@mssbd.org  on or before February 28, 2023. Please mention the position you applied for in the subject line of the email. Only short-listed candidates will be called for the selection process

    Company Information / কোম্পানির তথ্য:

    মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)
    সেল সেন্টার (৪র্থ তলা), ২৯, পশ্চিম পান্থপথ, ঢাকা-১২০৫।

    মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা যা ১৯৭৪ সাল থেকে প্রান্তিক মানুষের দারিদ্র বিমোচনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সংস্থায় প্রায় ১৬২টি শাখার মাধ্যমে ক্ষুদ্রঋণ এবং মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ কার্যক্রম চলমান রয়েছে

     

     

     

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group