PRISM Bangladesh Foundation Job Circular

  • PRISM Bangladesh Foundation Job Circular, PRISM Bangladesh Foundation Job Circular 2022

    চাকরির বর্ণনাঃ

    প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন একটি জাতীয় পর্যায়ে সুপ্রতিষ্ঠিত এন জি ও যা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর ও কুমিল্লা জেলার ইউনিয়ন পর্যায়ে সফলতার সাথে ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়ন করেছে । অত্র সংস্থায় উল্লেখিত জেলা সমূহে নিন্মলিখিত শূন্য পদে কাজ করতে আগ্রহী কর্মঠ, উদ্যমী ও প্রতিশ্রুতিবদ্ধ পুরুষ ও মহিলা প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ।

    পদের নামঃ

    • ক্রেডিট অফিসার – ১০০ জন ।
    • সিনিয়র আইটি অফিসার   – ০১জন ।
    • অভ্যন্তরীন নিরীক্ষক – ০৪ জন ।

    কাজের ধরনঃ

    ফুল টাইম ।

    বেতনঃ

    • ক্রেডিট অফিসার – শিক্ষানবিশ কালে ১৬,০০০ টাকা এবং স্থায়ীকরনের পর সংস্থার বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা প্রাপ্য হবেন ।
    • সিনিয়র ক্রেডিট অফিসার – শিক্ষানবিশ কালে ১৮,০০০ টাকা এবং স্থায়ীকরনের পর সংস্থার বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা প্রাপ্য হবেন ।
    • ব্রাঞ্চ ম্যানেজার – শিক্ষানবিশ কালে ২৫,০০০ টাকা এবং স্থায়ীকরনের পর সংস্থার বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা প্রাপ্য হবেন ।
    • অভ্যন্তরীন নিরীক্ষক – শিক্ষানবিশ কালে ২৫,০০০ টাকা এবং স্থায়ীকরনের পর সংস্থার বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা প্রাপ্য হবেন ।
    • এরিয়া ম্যানেজার – শিক্ষানবিশ কালে ৩০,০০০ টাকা এবং স্থায়ীকরনের পর সংস্থার বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা প্রাপ্য হবেন ।
    • জোনাল ম্যানেজার – শিক্ষানবিশ কালে ৪৫,০০০ টাকা এবং স্থায়ীকরনের পর সংস্থার বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা প্রাপ্য হবেন ।

    শিক্ষাগত যোগ্যতাঃ

    • ক্রেডিট অফিসার – স্নাতক বা সমমান ।
    • সিনিয়র ক্রেডিট অফিসার – স্নাতকোত্তর ।
    • ব্রাঞ্চ ম্যানেজার – স্নাতকোত্তর ।
    • অভ্যন্তরীন নিরীক্ষক – স্নাতকোত্তর ।
    • এরিয়া ম্যানেজার – স্নাতকোত্তর ।
    • জোনাল ম্যানেজার – স্নাতকোত্তর ।

    অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতাঃ

    নিচের বিজ্ঞপ্তিতে দেখুন ।

    আবেদন করার প্রক্রিয়াঃ

    আবেদন করার শেষ তারিখঃ ১৯/১০/২০২৩ ইং ।

    বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

    PRISM Bangladesh Foundation

     

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group