Alternative Development Initiative (ADI) Job circular

  • Alternative Development Initiative Job circular, Alternative Development Initiative Job

    চাকরির বর্ণনাঃ

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি কর্তৃক অনুমোদিত এবং পিকেএসএফ-এর আর্থিক সহযোগিতায় পরিচালিত ’অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ(এডিআই)’ সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে ।

    পদ সমুহঃ

    • ব্রাঞ্চ ম্যানেজার
    • কমিউনিটি অফিসার
    • সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার
    • সিনিয়র কমিউনিটি অফিসার

    Alternative Development Initiative (ADI) Job circular

    আবেদন করার প্রক্রিয়াঃ

    শিক্ষানবিসকাল ৪ মাস। স্থায়ীকরনের পর সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাদি প্রাপ্য হবে। ৩ ও ৪ নং প্রার্থীদের মোটর সাইকেল চালানো এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। নিয়োগ প্রাপ্তদের প্রযোজ্য ক্ষেত্রে সংস্থার নিয়ম অনুযায়ী জ্বালানী বিল, দূরত্ব ভাতা, লাঞ্চ ভাতা, নগর ভাতা, দূর্যোগ প্রবন এলাকা ভাতা ও ইনসেনটিভ দেয়া হবে। ৩ ও ৪ নং নির্বাচিত প্রার্থীদের ১৫,০০০/-(পনের হাজার) এবং ৫ ও ৬ নং প্রার্থীদের ১০,০০০/-(দশ হাজার) টাকা জামানত (ফেরৎযোগ্য) প্রদান করতে হবে। প্রার্থীদের সংস্থার যে কোন কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। আগামী ১৫/১১/২০২৩ইং তারিখের মধ্যে পূর্ন জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয় পত্র, অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা ছবি ও আবেদন পত্র নির্বাহী পরিচালক, এডিআই, মিয়াজী টাওয়ার, বাড়ী নং-৫৮ (৪র্থ ও ৫ম তলা ), রোড নং-০৩, ব্লক-বি, নিকেতন, গুলশান-০১, ঢাকা-১২১২, ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করতে হবে। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনকারীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করা হবে। তথ্যের জন্য ০১৩২১১৩৪৯৬০ নম্বরে(১০.০০এএম-৬.০০পিএম) যোগাযোগ করা যাবে।

    ফাহাদ রহমান
    সহকারী পরিচালক
    মানব সম্পদ ও প্রশাসন

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group