রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন এ নিয়োগ বিজ্ঞপ্তি । Rural Reconostruction Foundation Job Circular

  • Rural Reconstruction Foundation Job Circular, Rural Reconstruction Foundation Job Circular

    রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী সংস্থা। ১৯৮২ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠির উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে যার মধ্যে ঋণ কার্যক্রম অন্যতম। সমাজসেবা অধিদফতর এর নিবন্ধনভূক্ত, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এর লাইসেন্স প্রাপ্ত ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এবং বাণিজ্যিক ব্যাংক সমূহের আর্থিক সহায়তায় পরিচালিত ঋণ কার্যক্রম এর ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় কার্যক্রম বাস্তবায়নের জন্য নিম্নোক্ত পদ সমূহে লোকবল নিয়োগের জন্য অনলাইন আবেদন আহব্বান করা যাচ্ছে।

    • প্রজেক্ট কো-অর্ডিনেটর
    • এডমিন ও একাউন্টস অফিসার
    • টেকনিক্যাল অফিসার (এ্যাকুয়াকালচার)
    • কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিভিল)
    • কমিউনিটি মবিলাইজেশন অফিসার (ফরেস্ট্রি)
    • কমিউনিটি মবিলাইজেশন অফিসার (ফিসারিজ)
    • কমিউনিটি মবিলাইজেশন অফিসার (লাইভস্টক)
    • কমিউনিটি মবিলাইজেশন অফিসার (এগ্রিকালচার)
    • টেকনিক্যাল অফিসার (এনভায়রনমেন্ট ও মনিটরিং)

    আবেদনের নিয়মাবলীঃ

    • আগ্রহী প্রার্থীগন আগামী 8 Apr 2024 খ্রিঃ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।
    • অনলাইনে প্রাপ্ত আবেদন সমূহ বাছাই পূর্বক নির্বাচিত প্রার্থীদের তালিকা ও পরীক্ষার সময়সূচি মোবাইল এসএমএস এর মাধ্যমে প্রকাশ করা হবে।
    • অনলাইনে প্রাপ্ত আবেদন সমূহ বাছাই পূর্বক নির্বাচিত প্রার্থীগনকে পরীক্ষায় অংশগ্রহনের সময় নির্বাহী পরিচালক, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ), আরআরএফ ভবন, সিএন্ডবি রোড, কারবালা, যশোর-৭৪০০ বরাবর স্ব-হস্তে লিখিত আবেদন পত্র, জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বর ও জাতীয় পরিচয় পত্রের নম্বর আবশ্যক), পাসপোর্ট সাইজের সদ্য তোলা ২ কপি ছবি ও সকল পরীক্ষা পাশের সনদ পত্রের সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদ পত্র, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ও অনাত্মীয় দুইজন বিশিষ্ট ব্যক্তির রেফারেন্স সহ পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে।

    Rural Reconstruction Foundation

    ===========CLOSE===========

    জাতীয় পর্যায়ের বেসরকারী সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউণ্ডেশনের (আরআরএফ) আট ধরনের পদে ৪৩০ জনকে নিয়োগ দেওয়া হবে।

    পদ: সহকারী পরিচালক
    পদসংখ্যা: ২টি
    যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রিসহ ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট/ সমপদে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতাসহ ৩০টি শাখা অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে। বয়স অনুর্ধ্ব ৪০ বছর।
    বেতন: ৪৩,২৮৪/ টাকা

    পদ: আঞ্চলিক ব্যবস্থাপক
    পদসংখ্যা: ৫টি
    যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রিসহ ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট/সমপদে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতাসহ ৭টি শাখা অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে। বয়স অনুর্ধ্ব ৪০ বছর।
    বেতন: ৩৩,৫১০/ টাকা

    পদ: সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক
    পদসংখ্যা: ৮টি
    যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিসহ ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট/সমপদে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতাসহ ৫টি শাখা অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে। বয়স অনুর্ধ্ব ৩৮ বছর।
    বেতন: ২৯,৫০৫/ টাকা

    পদ: শাখা ব্যবস্থাপক
    পদসংখ্যা: ৪০টি
    যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিসহ ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট পদে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনুর্ধ্ব ৩৮ বছর।
    বেতন: ২৬,৬০২/ টাকা

    পদ: সহকারী শাখা ব্যবস্থাপক
    পদসংখ্যা: ৩৫টি
    যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিসহ ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট পদে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনুর্ধ্ব ৩৫ বছর।
    বেতন: ২১,৩৩৭/ টাকা

    পদ: সহকারী শাখা হিসাবরক্ষক
    পদসংখ্যা: ৪০টি
    যোগ্যতা: ব্যবসা শিক্ষায় স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বয়স অনুর্ধ্ব ৩২ বছর।
    বেতন: ১৮,৭৪০/ টাকা

    পদ: ক্রেডিট অফিসার
    পদসংখ্যা: ১৫০টি
    যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বয়স অনুর্ধ্ব ৩০ বছর।
    বেতন: ১৬,১৮৮/ টাকা

    পদ: জুনিয়র ক্রেডিট অফিসার
    পদসংখ্যা: ১৫০টি
    যোগ্যতা: এইচএসসি পাস। বয়স অনুর্ধ্ব ৩০ বছর।
    বেতন: ১৪,০৪৬/ টাকা।

     

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group