সোশ্যাল মার্কেটিং কোম্পানী (এসএমসি) এ নিয়োগ বিজ্ঞপ্তি | Social Marketing Company Job Circular

  • Social Marketing Company Job Circular, Social Marketing Company Job

    Job Context:

    Social Marketing Company, a large well reputed not-for-profit company, involved in implementing Health and Family Planning programs throughout the country, wishes to recruit the following position. The company seeks a talented and aspiring candidate who would join our team and meaningfully contribute to the efforts to reach the company’s goal. The tenure of the position is initially for two years but may be extended upon satisfactory performance of the candidate.

     

    Interested candidates may apply in confidence with a detailed CV with names and contact information of two referees, a cover letter supporting the qualification of the candidature for the position and two copies of recent passport size color photograph to Additional GM-HR, Social Marketing Company, SMC Tower, 33 Banani C/A, Dhaka – 1213 or apply through http://www.smc-bd.org/index.php/job/. The deadline for submission of the application is mention above

    APPLY INSTRUCTIONS

    Candidate must apply through : http://www.smc-bd.org/index.php/job/

     

     

     

     

    চাকরির বর্ণনাঃ

    সোশ্যাল মার্কেটিং কোম্পানী (এসএমসি) দীর্ঘদিন ধরে সারাদেশে জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং শিশু স্বাস্থ্য বিষয়ে কাজ করে আসছে। বর্তমানে এসএমসি দাতা সংস্থা USAID এর আর্থিক সহায়তায় প্রাইভেট সেক্টরের সেবা প্রদানকারীগনকে সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা (আইইউডি ও ইমপ্ল্যান্ট) সেবা বৃদ্ধি ও সেবা গ্রহণ সহজলভ্য করার লক্ষ্যে প্রকল্প বাস্তবায়ন করছে। এই কার্যক্রম ও সেবাকে আরো গতিশীল করার লক্ষ্যে প্রকল্পের প্রমোশনাল ক্যাম্পেইন এর আওতায় মাঠপর্যায়ে চুক্তিভিত্তিক নারী কর্মী নিয়োগ করা হবে।

    পদ সমুহঃ

    পদের নাম: কাউন্সেলর (মহিলা)

    Job Responsibilities

    • নির্দিষ্ট এলাকায় লক্ষিত জনগোষ্ঠির মধ্যে দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির চাহিদা সৃষ্টি ও পদ্ধতি গ্রহণে উৎসাহ বাড়ানো।
    • দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির সম্ভাব্য গ্রহীতার তালিকা তৈরি ও নিয়মিত ফলো-আপ করা।
    • বাড়ি বাড়ি গিয়ে এবং নির্দিষ্ট ডাক্তারের চেম্বারে অপেক্ষমান সেবা গ্রহীতাদের সাথে আন্ত:ব্যক্তিক যোগাযোগের মাধ্যমে সক্ষম দম্পতির মাঝে দীর্ঘমেয়াদী সহ বিভিন্ন পরিবার পরিকল্পনা পদ্ধতি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনে সেবা গ্রহনে সহায়তা নিশ্চিত করা।

    Employment Status: Full-time

    Educational Requirements: স্নাতক ডিগ্রী (সমাজ বিজ্ঞানে অগ্রাধিকার)

    Additional Requirements

    • ২৫ – ৩৫ বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য ।
    • সংশ্লিষ্ট জেলা/ উপজেলার বিবাহিত নারী প্রার্থী এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রমে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

    Job Location

    • ফেনী সদর
    • কক্সবাজার সদর

    Salary

    • সর্ব সাকূল্যে মোট বেতন ১৫০০০/- টাকা ও মাসিক মোবাইল বিল।

    Compensation & Other Benefits

    • যাতায়ত ভাড়া ও অন্যান্য খরচ বিল প্রদান সাপেক্ষে দেয়া হবে

    আবেদন করার প্রক্রিয়াঃ

    আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সাম্প্রতিক সময়ের দুই কপি পাসপোর্ট সাইজ ছবি এবং দুই জন অনাত্মীয় সনাক্তকারীর নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক এডিশনাল জিএম, মানব সম্পদ, সোশ্যাল মার্কেটিং কোম্পানী, এসএমসি টাওয়ার, ৩৩, বনানী বা/এ, ঢাকা-১২১৩ বরাবর আবেদনপত্র প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে। এক্ষেত্রে যে কোন ধরণের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

    আবেদনের শেষ তারিখ:

    বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

     




    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group