Rema Tea Company Limited Job Circular
Rema Tea Company Limited Job Circular , Rema Tea Company Limited Job Circular 2025
চাকরির বর্ণনাঃ
রেমা টি কোম্পানি লিঃ এ বিভিন্ন পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।
পদ সমুহঃ
এসিস্টেন্ট ম্যানাজার – ৩ জন।
বেতন, সুবিদাধী ও শর্তাবলী আলোচনা সাপেক্ষে
বাংলাদেশের চা বাগানগুলোর মধ্যে অন্যতম হবিগঞ্জ জেলার রেমা চা বাগানে উল্লেখিত পদে যোগ্য প্রার্থীকে নিয়োগ দেয়া হবে।
বাগানের একটি টি ডিভিশনের সকল কাজ (চা গাছ উন্নয়ন, নিউ প্লানটেশন, পেস্ট কন্ট্রোল, শেড ট্রি রোপন, নার্সারী পর্যবেক্ষন, সার ব্যবস্থাপনা, আগাছা দমন, ইরিগেশন মনিটর, ডেইলি রিপোর্ট ইত্যাদি) তদারকির জন্য ১ জন সহকারী / সহযোগী ব্যবস্থাপক (প্লানটেশন) পদে নিয়োগ দেয়া হবে।
আবেদন করার প্রক্রিয়াঃ
আবেদনের শেষ তারিখ: ১২/০২/২০২৫ ইং
আগ্রহী প্রার্থীদের ১২ ফেব্রুয়ারী, ২০২৫ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত এবং চা সেক্টরের সকল কর্মক্ষেত্রের বিস্তারিত তথ্যাদি সহ ইমেইল অথবা ডাকযোগে নিম্ন ঠিকানায় আবেদন করা যাবে। ইমেইলের সাবজেক্ট অথবা খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।
মহাব্যবস্থাপক, রেমা টি কোম্পানী লিমিটেড, সার্কিট হাউজ টাওয়ার (১০ম তলা),
৫ সার্কিট হাউজ রোড, (১১৫ কাকরাইল), ঢাকা-১০০০।
ইমেইল: remateaho@gmail.com
বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)
Head Office : Circuit House Tower, 9th floor, 5 Circuit House Road, Old 115 Kakrail, Ramna, Dhaka, Bangladesh
Phn: 02-48322464
Email: remateaho@gmail.com
Website: https://rematea.com/