Nowabenki Gonomukhi Foundation job circular | নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন এ নিয়োগ বিজ্ঞপ্তি

  • Nowabenki Gonomukhi Foundation job, Nowabenki Gonomukhi Foundation job Circular

    Nowabenki Gonomukhi Foundation (NGF) announces job opportunities for the below positions under the intervention “Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh” supported by the Green Climate Fund (GCF) and PKSF.

    পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) সুদীর্ঘ ৩৪ বছর যাবৎ দেশের দক্ষিণ পশ্চিম উপকুলীয় অঞ্চলের সাতক্ষীরা, যশোর ও খুলনা জেলার উপজেলা সমূহে ক্ষুদ্রঋণের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) মাইক্রো ক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এ সনদ প্রাপ্ত (সনদ নং ০১৫১৯-০০৫৮৭-০০৩৪৫) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী সংস্থা। বর্তমানে সংস্থার কর্ম এলাকায় চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় জরুরী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নিম্ন লিখিত পদে শর্ত পূরণ সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।।

    পদের নামঃ

    1. এরিয়া ম্যানেজার,, বয়সঃ সর্বোচ্চ ৪৫ বছর, পদের সংখ্যাঃ ১জন

    শিক্ষাগত যোগ্যতাঃ 

    ১. কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় নূন্যতম স্নাতকোত্তর অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
    ২. সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
    ৩. পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত এমন প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।
    ৪. কম্পিউটার ও সফরটওয়ার চালনায় পারদর্শী হতে হবে।
    ৫. ইংরাজী ও বাংলায় রিপোর্ট প্রস্তুতকরার দক্ষতা থাকতে হবে।

    বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা

    • সর্বসাকুল্যে ৩৮,৩৫০/-
    • চাকুরীতে স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব ভাতা, বৈশাখী ভাতা, কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধাসহ চাকুরী বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

    আবেদনের শর্তাবলী

    ১। প্রার্থীকে অবশ্য্ই মটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
    ২। নিয়োগপ্রাপ্ত ব্যক্তির ৩মাস শিক্ষানবীশকাল শেষে কর্ম মূল্যায়নের ভিত্তিতে চাকুরী স্থায়ীকরণ করা হবে।
    ৩। আবেদকারীদের উপকুলীয় অঞ্চলের মাঠ পর্যায়ের প্রান্তিক জনগোষ্ঠির সাথে নিবিড়ভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।
    ৪। আগ্রহী প্রার্থীগণের সদ্য তোলা ৩ (তিন) কপি পাস পোর্ট সাইজের সত্যায়িত ছবি, মোবাইল/টেলিফোন নম্বর সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয় পরিচয় পত্র ও নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত অনুলিপি সহ আবেদন হেড অব এ্যাডমিন এন্ড এইচআরডি, নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ), নওয়াবেঁকী, শ্যামনগর, সাতক্ষীরা বরাবর আগামী ৫ই আগস্ট, ২০২৪ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে স্ব হস্তে অথবা ডাকযোগে অথবা ই-মেইলঃ ngfhr502@gmail.com ঠিকানায় পৌঁছাতে হবে।
    ৫। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র এবং অভিজ্ঞতার সনদপত্র সঙ্গে আনতে হবে।
    ৬। লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
    ৭। নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে

    APPLY ONLINE

     

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group