Polli Bikash kendro Job Circular | পল্লী বিকাশ কেন্দ্র এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি

  • Polli Bikash kendro Job Circular, Polli Bikash kendro Job Circular 2025

    চাকরির বর্ণনাঃ

    পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত পল্লী বিকাশ কেন্দ্রে গ্রাম পর্যায়ে কাজ করতে আগ্রহী পুরুষ/মহিলা প্রার্থীদের নিকট হতে নিম্নলিখিত পদের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে:

    পদের নাম এবং সংখ্যাঃ

    • ডেপুটি ম্যানেজার (এইচ আর) পদ সংখ্যা: ০১
    • সহকারী পরিচালক (অপারেশনস্)
    • জোনাল ম্যানেজার (ক্ষুদ্রঋণ কার্যক্রম)

    বয়স অনুর্ধ্ব  ৩৪ বছর

    শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

    প্রার্থীকে অবশ্যই কমপক্ষে ২টি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ সহ স্নাতকোত্তর পাশ হতে হবে। জাতীয় পর্যায়ের কোন এন.জি.ও তে সিনিয়র ফিল্ড অফিসার হিসেবে কমপক্ষে ২ বছর কাজের এবং কমপক্ষে ১.৫ কোটি টাকা ঋণস্থিতি পরিচালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

    বেতন ও সুবিধা: ৬ মাস প্রবেশনকালে বেতন সর্বসাকুল্যে ২৮,০০০ টাকা। স্থায়ীকরণ এর পর বেতন হবে ৩০,০০০/- টাকা।

    অভিজ্ঞতা:

    1. যে কোন স্বনামধন্য প্রতিষ্ঠানে হিসাবরক্ষক হিসেবে হিসাবরক্ষণ কাজে কমপক্ষে ২বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
    2. কম্পিউটার (ডেস্কটপ, ল্যাপটপ, প্রিন্টার) পরিচালনায় পারদর্শী হতে হবে।
    3. মাইক্রোসফট অফিস (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) এ কাজে পারদর্শী হতে হবে।

    ৬ (ছয়) মাস প্রবেশনাল সময়ে সর্বসাকুল্যে বেতন ২২,০০০/- টাকা স্থায়ীকরণের পর বেতন হবে ২৫,০০০/- টাকা।

    আবেদন করার প্রক্রিয়াঃ

    নিচের বিজ্ঞপ্তি ছবিতে দেখুন ।

    আবেদনের নিয়মাবলী: আগ্রহী প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত (সচল মোবাইল নম্বর ও ইমেইল এড্রেসসহ), জাতীয় পরিচয়পত্রের কপি, ড্রাইভিং লাইসেন্সের কপি, সকল শিক্ষগত সার্টিফিকেটেরকপি,অভিজ্ঞতা ও ট্রেনিং সার্টিফিকেটের কপি এবং ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আবেদন আগামী ১৩.০৩.২০২৫ ইং তারিখ এর মধ্যে নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। ইমেইলে প্রেরণের ক্ষেত্রে অবশ্যই উল্লিখিত ডকুমেন্টসমূহের স্ক্যান কপি পাঠাতে হবে। খামের উপর/ইমেইলের সাবজেক্ট লাইনে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

    বি:দ্র: চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের যোগদানকালে শুধুমাত্র সংস্থার প্রধান কার্যালয়ে ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা ফেরতযোগ্য জামানত জমা দিতে হবে, যা কর্মীর চাকুরী শেষে সংস্থা ত্যাগকালে সংস্থার নিয়মানুযায়ী লভ্যাংশসহ ফেরত প্রদান করা হবে। এছাড়াও রক্ত সম্পর্কীয় একজন আত্মীয় জামিনদার হিসেবে দিতে হবে। কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে অত্র নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনপ্রকার ভাতা প্রদান করা হবে না। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার জন্য ডাকা হবে।

    আবেদন পাঠানো ও যোগাযোগের ঠিকানাপ্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়াসী টাওয়ার, ৫৭২/কে (১১তলা), মিরপুর ডিওএইচএস রোড (ইসিবি চত্বরের কাছে), মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬। ই-মেইল-pbkhrd@gmail.com পল্লী বিকাশ কেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইট https://pbk-bd.org/ ভিজিট করতে পারেন ।

    বিস্তারিত এই বিজ্ঞপ্তিতে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

    Polli Bikash kendro Job Circular

    Polli Bikash kendro Job Circular Polli Bikash kendro Job Circular

    Polli Bikash Kendro (PBK) is an organization in Bangladesh focused on rural development. The term “Polli Bikash” translates to “Rural Development” in English. PBK works to empower rural communities, improve their quality of life, and provide education, healthcare, economic opportunities, and support for sustainable development.

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group