Caritas Bangladesh Job circular | কারিতাস বাংলাদেশ এ নিয়োগ বিজ্ঞপ্তি
Job circular at Caritas Bangladesh, Job circular at Caritas Bangladesh 2024
চাকরির বর্ণনাঃ
কারিতাস বাংলাদেশ একটি জাতীয়, স্থানীয়ও বেসরকারী অলাভজনক উন্নয়ন প্রতিষ্ঠান, যা সমাজকল্যাণ ও উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করে। কারিতাস বাংলাদেশ এর বরিশাল অঞ্চলের আওতাধীন মনপুরা উপজেলায় মুক্তি-০৩ (MUKTE-III) প্রকল্প এর জন্য নিম্নলিখিত পদে নিয়োগ ও প্যানেল তৈরীরজন্য যোগ্য প্রার্থীদের(নারী/পুরুষ) নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে। প্রার্থীর যোগ্যতা, অভিজ্ঞতা ও শর্তাবলী নিম্নরুপঃ
আবেদন পত্র আগামী ২৯/১২/২০২৪. খ্রি:
পদ সমুহঃ নিয়োগ বিজ্ঞপ্তিটি PDF ডাউনলোড করতে এখানে ক্লিক করুন Click Here
- অধ্যক্ষ
- একাউন্টেন্ট কাম হোস্টেল সুপার
- প্রশিক্ষক, সুইং মেশিন অপারেশন এন্ড মেইনটেন্যান্স
- প্রশিক্ষক, ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন
- নৈশ নিরাপত্তা প্রহরী
আবেদন করার প্রক্রিয়াঃ
শর্তাবলী:
১. আবেদন পত্রের সহিত প্রার্থীকে অবশ্যই তার পূর্ণ জীবন বৃত্তান্তে ক) প্রার্থীর নাম খ) পিতা/স্বামীর নাম গ) মাতার নাম ঘ) জন্ম তারিখ ঙ) বর্তমান ঠিকানা/যোগাযোগের ঠিকানা চ) স্থায়ী ঠিকানা ছ) মোবাইল নম্বর/ ই-মেইল ঠিকানা/ উভয়ে অবশ্যই উল্লেখ করতে হবে। জ) শিক্ষাগত যোগ্যতা এবংঅভিজ্ঞতাঝ) ধর্ম ঞ) জাতীয়তা ট) বৈবাহিক অবস্থাঠ) দুই জন রেফারেন্স (বর্তমান এবং পূর্ববর্তী প্রতিষ্ঠানের কর্মরত তত্বাবধায়ক/ব্যবস্থাপক) এর নাম ও ঠিকানা (মোবাইল ফোন নম্বর সহ) উল্লেখসহ আবেদন করতে হবে।
২. আবেদন পত্রের সাথে অবশ্যই শিক্ষাগত সনদ পত্রের অনুলিপি,অভিজ্ঞতার সনদপত্র, জাতীয়তা সনদ পত্র/জন্ম নিবন্ধন, চারিত্রিক সনদপত্র ও সদ্য তোলা দুই কপি (০২) পাস র্পোট সাইজের ছবি ১ম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে ।
৩. আগ্রহী প্রার্থীকে অবশ্যই সৎ, কর্মঠ ও সেবা মূলক কাজে উদ্যোগী হতে হবে।
৪. চাকুরীরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যেমে আবেদন করতে হবে ।
৫. ধূমপায়ী বা কোন নেশা জাতীয় দ্রব্য গ্রহণে অভ্যস্তদের আবেদন করার প্রয়োজন নেই ।
৬. বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে অনলাইনের মাধ্যমে পরীক্ষায় অংশ গ্রহণ করতে হতে পারে। তবে চলমান করোনা পরিস্থিতি উন্নতি হলে প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
৭. প্রাথমিক বাছাইয়ের পর কেবলমাত্র যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণের জন্য জানানো হবে এবং সে মোতাবেক প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, তবে সাক্ষাৎকারের সময় মূল কাগজপত্র সাথে আনতে হবে।
৮. ব্যক্তিগত যোগাযোগকারী বা কারোর মাধ্যমে সুপারিশকৃত প্রার্থীগণ অযোগ্য বলে বিবেচিত হবে।
৯. ত্রুটিপূর্ণ/ অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে।
১০. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা ।
১১. ইতিপূর্বে যারা আবেদন করেছিলেন তাদের পূনরায় আবেদন করার প্রয়োজন নেই যারা বাছাইকৃত যোগ্য প্রার্থী তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে ।
১২. আবেদন পত্র আগামী ২৯/১২/২০২৪. খ্রি: মধ্যে সরাসরি/ডাকযোগে/ ইমেইল/ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে rd.bro@caritasbd.org বা আঞ্চলিক পরিচালক, কারিতাস বরিশাল আঞ্চলিক কার্যালয়, সাগরদী, বরিশাল-৮২০০ এ গ্রহণ করা হবে অথবা প্রার্থীগণকে কারিতাস বাংলাদেশের online job Application লিঙ্ক https://caritasbd.org/career/job-career/ ব্যবহার করে উল্লেখিত পদে আবেদন করতে পারবে।
১৩. এই নিয়োগ বিজ্ঞপ্তি কোন কারণ দর্শানো ব্যতীত পরিবর্তন, স্থগিত বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
Caritas is an equal opportunity employer