Grameen Jano Unnayan Sangstha Job Circular

  • Grameen Jano Unnayan Sangstha Job Circular, Grameen Jano Unnayan Sangstha Job

    চাকরির বর্ণনাঃ

    মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক সনদপ্রাপ্ত (সনদ নং-০০৫৫২-০১১১১-০০২৭৫) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে পরিচালিত গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর ক্ষুদ্র ঋণ কর্মসূচী বাস্তবায়নের জন্য ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও নোয়াখালী জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা সম্পন্ন সৎ, নিষ্ঠাবান এবং পরিশ্রমী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিন্মোক্ত পদের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।

    পদ সমুহঃ

    • Project Coordinator
    • Admin & Accounts Officer
    • Community Development Officer (Civil)
    • Community Mobilization Officer (Forestry)
    • Community Mobilization Officer (Fisheries)
    • Community Mobilization Officer (Livestock)
    • Community Mobilization Officer (Agriculture)
    • Technical Officer (Environment & Monitoring)

    বেতনঃ প্রথম ০৬ মাস ১৫০০০ টাকা (শিক্ষানবিশকালীন) শিক্ষানবিশকাল সমাপ্ত হলে সংস্থার নিয়মিত বেতন কাঠামো অনুযায়ী ২৯৪০০/- টাকা প্রদান করা হবে।

    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাশ। সকল পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫ থাকতে হবে; সংশ্লিষ্ঠ কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

    আবেদন করার প্রক্রিয়াঃ

    শর্তাবলীঃ

    ১। আগামী 20 Apr 2024 ইং তারিখের ৫.০০ টার পূর্বে আবেদনপত্র নির্বাহী পরিচালক, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) আলতাজের রহমান সড়ক, চরনোয়াবাদ, ভোলা বরাবর পৌছাতে হবে।
    ২। দরখাস্তের সাথে বায়োডাটা (মোবাইল নম্বরসহ) সদ্য তোলা ২ কপি ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের ফটোকপি, কাজের অভিজ্ঞতা সনদের ফটোকপি ও ২০০/- (দুইশত) টাকার অফেরৎযোগ্য পোষ্টাল অর্ডার/ যে কোন তফসিলভুক্ত ব্যাংক থেকে ব্যাংক ড্রাফট/পে অর্ডার সংযুক্ত করতে হবে।
    ৩।প্রার্থীকে বাই সাইকেল চালনায় মানসিকতা ও পারদর্শি হতে হবে।
    ৪। কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকেই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে।
    ৫। কর্তৃপক্ষ যে কোন দরখাস্ত বাতিল করার ক্ষমতা সংরক্ষন করে।
    ৬। নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় প্রার্থীদের জামানত বাবদ ফেরতযোগ্য ১২০০০/- (বারো হাজার) টাকা জামানত প্রদান করতে হবে।
    ৭। বেতন ছাড়াও লাঞ্চ সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা ২টি, বৈশাখী ভাতা, কর্মী কল্যান তহবিল ও গ্রাচুইটি সুবিধা আছে।
    ৮। কোন প্রকার তদবীর প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

    বিঃ দ্রঃ এ নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোন তথ্যের জন্য জনাব মোঃ জাকির হোসেন, মুঠোফোন নং- (০১৭২৭৯৭২২২০) এর সাথে যোগাযোগ করা যেতে পারে।

    নির্বাহী পরিচালক
    গ্রামীণ জন উন্ন্য়ন সংস্থা।

    অবগতির জন্য অনুলিপিঃ

    ১। জেলা প্রশাসক, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও নোয়াখালী।
    ২। উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, ভোলা।
    ৩। উপজেলা নির্বাহী অফিসার ভোলা জেলার সকল উপজেলা, বরিশাল জেলার সকল উপজেলা, পটুয়াখালী জেলার সকল উপজেলা, আমতলি উপজেলা, বরগুনা ও হাতিয়া উপজেলা, নোয়াখালী ।
    ৪। সম্পাদক, দৈনিক……………………….।

    বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

    Grameen Jano Unnayan Sangstha Job Circular

    Grameen Jano Unnayan Sangstha (GJUS) is a private voluntary organization working for the development of coastal belt areas of southern Bangladesh. The organization was instituted in 1997 but formally launched in 1998 with the registration of Social Welfare Department, NGO Bureau of Youth Development Department and Joint Stock for providing voluntary services in the remote areas of Bangladesh.

    To address the felt need of the poor community of coastal areas of Bangladesh like marginal farmers, fishermen, small businessmen, landless community, some self- motivated energetic social workers have united themselves to establish the non-profit and non-religious voluntary organization, Grameen Jano Unnayan Sangstha (GJUS).

    The organization provides financial and technical aid to the poor and ultra poor at discarnate level for poverty alleviation by granting micro-credit loans, engaging themselves as beneficiary in numerous projects, implementing new methods and techniques of farming, introducing farmers with updated technology, fishing tactics and creating awareness through group discussion, empowering women from cover to cover practical training.

    Grameen Jano Unnayan Sangstha (GJUS) is not only helping the deprived group of people of the society but also has involved itself in social development of the concerned areas of the country by participating in social and cultural activities. The organization believes that a person cannot be developed completely only by financial help. He/she also needs social support to grow within.

    Throughout its history GJUS has been constantly involving with different governmental programs and participating with international NGOs and other traditional NGOs. The organization has a General Council and an Executive Council (EC). The Executive Director is an active member of the council and is the chief of staff team. He is responsible for all the execution of activities carried out by the staffs of the organization.

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group