Padakhep Manabik Unnayan Kendra Job Circular

  • Padakhep Manabik Unnayan Kendra Job Circular, Padakhep Manabik Unnayan Kendra Job Circular

    বাংলাদেশের শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ১৯৮৬ সাল থেকে সমগ্র বাংলাদেশ জুড়ে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে অবদান রেখে চলেছে। ৩৭ বছরের এই পথ চলায় ১ কোটির অধিক উপকারভোগীর জীবনমান উন্নয়নে তাদের সক্ষমতা বৃদ্ধি, বাজার সংযোগ তৈরী এবং অর্থায়ন সহযোগিতার মাধ্যমে কাজ করে যাচ্ছে। সমন্বিত উন্নয়ন কৌশল বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সামাজিক উন্নয়ন, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ বিষয়ে সহযোগিতা ও গৃহস্থালী পর্যায়ে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী আর্থিক সেবা পৌঁছে দেয় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। বর্তমানে ৩০ এর অধিক চলমান উন্নয়ন প্রকল্প এবং গ্রাহকের প্রয়োজন অনুসারে ক্ষুদ্র অর্থায়ন সহযোগীতা ও সঞ্চয় সেবা পৌঁছে দেবার মাধ্যমে দেশজুড়ে ৩৩৫টি ব্রাঞ্চ অফিস এবং ৩৫০ এর অধিক প্রোগ্রাম অফিস ও লার্নিং সেন্টারের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলে আর্থিক ও সামাজিক অবস্থার পরিবর্তনের প্রেক্ষিতে গ্রাহকের প্রয়োজনীয় ক্ষুদ্র অর্থায়ন ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করছে পদক্ষেপ। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA) কর্তৃক লাইসেন্স প্রাপ্ত (লাইসেন্স নং ০০১৮১-০০৪৬৮-০০০৯৫) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর শ্রেষ্ঠ সহযোগী সংস্থা হিসেবে পুরস্কার প্রাপ্ত বেসরকারী উন্নয়ন সংস্থা।

    পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় দেশের কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম, মিঠামইন ও নিকলী উপজেলায় গ্রাম/ ইউনিয়ন পর্যায়ে বসবাসকারী লক্ষিত জনগোষ্ঠীর জীবনযাত্রার গুণগত মান উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে অত্র সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন “Pathways to Prosperity for Extremely Poor People (PPEPP)” শীর্ষক প্রকল্পের আওতায় প্রকল্প মেয়াদকালের জন্যে “টেকনিক্যাল অফিসার (লাইভলিহুড)” পদে ১ জন কর্মী নিয়োগের লক্ষ্যে মাঠপর্যায়ে লাইভলিহুড কার্যক্রম (কৃষি বিষয়ক আয়বর্ধনমূলক) বাস্তবায়নে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে আবেদন আহবান করা হচ্ছে।

    • পদের নাম: কমিউনিটি ম্যানেজার-১ (CM-১)

    ক) আগ্রহী প্রার্থীদের A-4 সাইজের সাদা কাগজে স্বহস্তে লিখিত আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত (আপনাকে চিনবেন এমন দুইজন বিশিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা ও মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখ পূর্বক), সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি স্পষ্ট রঙিন ছবি (ল্যাব প্রিন্ট), সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, স্থায়ী ঠিকানার স্বপক্ষে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি আবশ্যিকভাবে সংযুক্ত করে আগামী ১৫/০৯/২০২৪ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে “নির্বাহী পরিচালক, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রধান কার্যালয়, বাড়ী নং-৫৪৮, রোড নং-১০, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় সরাসরি বা ডাকযোগের মাধ্যমে পৌছাতে হবে। খ) খামের উপর পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে। গ) শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষার সময়সূচী আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে অবহিত করা হবে। ঘ) লিখিত পরীক্ষায় অংশগ্রহণের দিন পরীক্ষার ফি বাবদ নগদ ২০০/- টাকা (অফেরৎযোগ্য) জমা দিতে হবে। ঙ) প্রশিক্ষণে যোগদানের সময় প্রার্থীর প্রধান অভিভাবক কর্তৃক ৩০০/- টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা প্রদান করতে হবে। এছাড়া প্রার্থীর আপনজন/আত্মীয়দের মধ্য থেকে আরো দুইজন ব্যক্তিকে (সরকারী/আধা সরকারী/বেসরকারী চাকুরীজীবী) সংস্থার নির্ধারিত ফরমে গ্যারান্টার হতে হবে। চ) প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে সংস্থার অনুকূলে ‘স্টাফ সেভিংস ডিপোজিট’ খাতে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (হিসাব) পদের জন্য ১০,০০০/- টাকা এবং কমিউনিটি ম্যানেজার-১ পদের জন্য ৮,০০০/- টাকা নগদে জমা দিতে হবে যা চাকুরি শেষে (নিয়মিত/স্থায়ীকরণ হবার শর্তে) লভ্যাংশসহ ফেরতযোগ্য। [ছ) নারী প্রার্থীদের আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।]

    আবেদনের শেষ সময়ঃ ১৫/০৯/২০২৪ (সন্ধ্যা ৬.০০টা)

    লক্ষণীয়, পদক্ষেপ এর চাকুরীতে নিয়োগের ক্ষেত্রে উল্লেখিত নিয়োগ পরীক্ষার ফি ও নিয়োগ চূড়ান্ত হবার পর স্টাফ সেভিংস ডিপোজিট (ফেরতযোগ্য) ব্যতিত আর কোন ধরনের অর্থ নেয়া হয় না। তাই কোথাও অন্য যে কোন ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সতর্ক করা হলো। নিয়োগ বিজ্ঞপ্তিটি www.padakhep.org  এই ঠিকানাতেও পাওয়া যাবে।

    Padakhep Manabik Unnayan Kendra Job Circular

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group