বিভিন্ন নার্সিং কলেজে, নার্সিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি | Nursing Course Admission Circular

  • Nursing Course Admission Circular, Nursing Course Admission Circular 2021

     

    বিভিন্ন নার্সিং কলেজে, নার্সিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্Nursing Course Admission Circular

    Dhaka Shishu Hospital Nursing Institute Admission Circular

    সরকারি এবং বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি বিজ্ঞপ্তি। 

    এতদ্বারা সর্বসাধারনের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, সরকারি ও বেসরন্সরি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে ৪ বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং, ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুদের আবেদনপত্র গ্রহণের সময়সীমা ২৬ আগস্ট ২০২১ খ্রিঃ রাত ১১.৫৯ মি. পর্যন্ত এবং ফি গ্রহণ ২৭ আগস্ট ২০২১ খ্রিঃ রাত ১১.৫৯ মিঃ পর্যন্ত বৃদ্ধি করা হলাে।

    বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে পাশকৃতদের এসএসসি/এইচএসসি বা সমমান পরীক্ষায় নম্বরপত্র (মার্সীট) স্ব-স্ব বাের্ড হতে সঠিকতা যাচাই (ভেরিফিকেশন) করে এবং বাংলাদেশী নাগরিক বিদেশ হতে অর্জিত ডিগ্রী/0-Level/A-Level এর GPAEquivalence Certificate সংগ্রহ করে ২৯-০৮-২০২১ খ্রিঃ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে কাউন্সিলে জমা নিশ্চিত করতে হবে। এ সংক্রান্ত নিয়মাবলীর জন্য ১৩ জুলাই ২০২১ খ্রিঃ প্রকাশিত স্মারক নং- ৫৪৮ এবং ৫৪৯ বিজ্ঞপ্তি সমূহ অনুসরণ করতে হবে।

     

    সরকারি এবং বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে নিম্নলিখিত শর্তে ভর্তিচ্ছু প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

    শর্তাবলিঃ

    ১. প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বয়স অনূর্ধ্ব ২২বছর।

    ২. আবেদনকারীকে ২০১৯ খ্রিঃ বা ২০২০ খ্রিঃ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ২০১৭ খ্রিঃ বা ২০১৮ খ্রিঃ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

    ৩. ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বিএসসি ইন নার্সিং)ঃ বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় সর্বমােট জিপিএ (Grade Point Average) ৭.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ ৩.০০ এর কম গ্রহণযােগ্য হবে না এবং উভয় পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ ৩.০০ থাকতে হবে।

    ৪. ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি/ডিপ্লোমা ইন মিডওয়াইফারিঃ যেকোন বিভাগ হতে এসএসসি ও এইচএসসি বা সমমান | পরীক্ষায় সর্বমােট জিপিএ (GPA) ৬.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ (GPA) ২.৫০ এর কম গ্রহণযােগ্য হবে না।

    ৫. ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তির জন্য পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সরকারি | প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনের ১০ শতাংশ এবং বেসরকারি প্রতিষ্ঠানের নির্দিষ্ট আসনের ২০ শতাংশ ভর্তিযােগ্য হবে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শুধু নারী প্রার্থী আবেদন করতে পারবে।

    ৬. নার্সিং ও মিডওয়াইফারি কোর্সসমূহে ভর্তির জন্য অনলাইনে ফরম পূরণের নির্দেশিকা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য (Detail instructions for application) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট-www.mefwd.gov.bd, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইট-www.dgnm.gov.bd এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইট- www.bnmc.gov.bd এর মাধ্যমে জানা যাবে।

    ৭. এক ঘন্টার ১০০ (একশত) নম্বরের MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    লিখিত পরীক্ষায় বিষয় ভিত্তিক নম্বর বিন্যাস:

    (ক) বিএসসি ইন নার্সিং কোর্সের নম্বর বিভাজনঃ বাংলা-২০, ইংরেজি-২০, গণিত-১০, বিজ্ঞান-৩০ (জীববিজ্ঞান, পদার্থ ও রসায়ন) এবং সাধারণ জ্ঞান-২০ অর্থাৎ সর্বমােট-১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

    (খ) ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি/ ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের নম্বর বিভাজনঃ বাংলা-২০, ইংরেজি-২০ গণিত-১০, সাধারণ বিজ্ঞান-২৫ এবং সাধারণ জ্ঞান-২৫ অর্থাৎ সর্বমােট ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

    ৮. এসএসসি ও এইচএসসি (সমমান) পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং প্রার্থীর লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ৪ গুনিতক = ২০ নম্বর (সর্বোচ্চ); এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ৬ গুনিতক = ৩০ নম্বর (সর্বোচ্চ); MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষা = ১০০ নম্বর, সর্বমােট = (২০+৩০+১০০) = ১৫০ নম্বর। |

    ৯. লিখিত পরীক্ষায় ৪০ (চল্লিশ) বা তদুর্ধ নম্বর প্রাপ্তগণ উত্তীর্ণ মর্মে বিবেচিত হবে। উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে মেধাতালিকার ভিত্তিতে সরকারি প্রতিষ্ঠানে এবং অবশিষ্ট উত্তীর্ণ প্রার্থীরা নির্ধারিত আসনে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির আবেদনের যােগ্য বলে বিবেচিত হবেন।

    ১০. ভর্তি পরীক্ষার ফি : বিএসসি ইন নার্সিং কোর্সের জন্য ৭০০/- (সাতশত) টাকা এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি/ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা আবেদন ফি হিসেবে টেলিটক প্রি-পেইড মােবাইল থেকে জমা দিতে হবে। অনলাইনে ফি জমা হলেই আবেদন চূড়ান্তভাবে গৃহীত হবে।

    ১১. অনলাইনে আবেদন শুরুর তারিখ ঃ ১৫ জুলাই ২০২১খ্রিঃ (সময়: সকাল ১০.০০ ঘটিকা)

    ১২. অনলাইনে আবেদনের শেষ তারিখ ঃ ১৭ আগস্ট ২০২১খ্রিঃ (সময়: ২৩.৫৯ মিঃ)

    ১৩. অনলাইনে আবেদনের ফি জমাদানের শেষ তারিখঃ ১৮ আগস্ট ২০২১খ্রিঃ (সময়: ২৩.৫৯ মিঃ)

    ১৪. প্রবেশ পত্র বিতরণ ও ভর্তি পরীক্ষার তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানাে হবে।

    ১৫. সরকারি নার্সিং কলেজ/ইনস্টিটিউট এ মুক্তিযােদ্ধার সন্তান এবং সন্তানের সন্তানদের জন্য মােট আসনের ২% সংরক্ষিত থাকবে। অবশিষ্ট ৯৮% আসনের মধ্যে ৬০% প্রার্থী জাতীয় মেধা এবং ৪০% প্রার্থী জেলা কোটায় নির্বাচন করা হবে।

    ১৬. মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের যথাক্রমে মুক্তিযােদ্ধা সনদের স্মারক নম্বর/সনদ নম্বর ও তারিখ অনলাইন আবেদনে এন্ট্রি করতে হবে, স্মারক নম্বর/সনদের নম্বর ও তারিখ ছাড়া উক্ত কোটাসমূহে অনলাইন এন্ট্রি হবে না।

    ১৭. নির্বাচিত প্রার্থীদের দেয়া তথ্য অসম্পূর্ণ অথবা ভুল প্রমানিত হলে তার ভর্তি বাতিল মর্মে গণ্য হবে।

    (সুরাইয়া বেগম) রেজিস্ট্রার, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল

    এবং সদস্য-সচিব, কেন্দ্রীয় ভর্তি কমিটি।

    Nursing Course Admission Circular

    Nursing Institute List In Bangladesh PDF Download Click Here

     

     

     

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group