জেলা পরিষদ কার্যালয় চট্টগ্রাম এ নিয়োগ বিজ্ঞপ্তি | Zila Parishad Chittagong job circular
Zila Parishad Chittagong jobs, Zila Parishad Chittagong jobs News
চাকরির বর্ণনাঃ
জেলা পরিষদ কার্যালয় চট্টগ্রাম এ বিভিন্ন পদে অস্থায়ীভাবে নিয়োগের জন্য জেলার স্থায়ী বাসিন্দাদের থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করেছে।
পদ সমুহঃ
নিচের বিজ্ঞাপনটি দেখুন
আবেদন করার প্রক্রিয়াঃ
আগ্রহী প্রার্থীকে নির্ধারিত চাকরির ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। তাছাড়া চট্টগ্রাম জেলার ওয়েবসাইট http://zpchittagong.org/ থেকেও ডাউনলোড করা যাবে।
আবেদনের সময়সীমা: ২৪/০২/২০২২ ইং তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত।
বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)
চট্টগ্রাম জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পাহাড়, সমুদ্র, উপত্যকা, বন-বনানীর কারণে চট্টগ্রামের মতো ভৌগোলিক বৈচিত্র বাংলাদেশের আর কোন জেলার নেই।
ভৌগোলিক অবস্থান : বাংলাদেশের দক্ষিণপূর্বে ২০o৩৫’ থেকে ২২০৫৯’ উত্তর অক্ষাংশ এবং ৯১০২৭’ থেকে ৯২০২২’ পূর্ব দ্রাঘিমাংশ বরাবর এর অবস্থান।
ভৌগোলিক সীমানা : চট্টগ্রাম জেলার উত্তরে ফেনী জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে কক্সবাজার জেলা, পূর্ব দিকে বান্দরবান, রাঙামাটি, ও খাগড়াছড়ি জেলা, এবং পশ্চিমে নোয়াখালী জেলা এবং বঙ্গোপসাগর অবস্থিত। এছাড়া দ্বীপাঞ্চল সন্দ্বীপ চট্টগ্রামের অংশ।
ভৌগোলিক অবস্থান : বাংলাদেশের দক্ষিণপূর্বে ২০০৩৫’ থেকে ২২০৫৯’ উত্তর অক্ষাংশ এবং ৯১০২৭’ থেকে ৯২০২২’ পূর্ব দ্রাঘিমাংশ বরাবর এর অবস্থান।
ভৌগোলিক সীমানা : উত্তরে ফেনী জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে কক্সবাজার জেলা, পূর্বে বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলা এবং পশ্চিমে নোয়াখালী জেলা ও বঙ্গোপসাগর। পাহাড়, নদী, সমূদ্র, অরণ্য, উপত্যকা প্রভৃতি প্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্যে এ জেলা অন্যান্য জেলা থেকে স্বতন্ত্র।
চট্টগ্রাম জেলার আয়তন ৫,২৮২.৯৮ বর্গ কিমি।
বার্ষিক গড় তাপমাত্রা: সর্বোচ্চ ৩৩.৮o সে. এবং সর্বনিম্ন ১৪.৫oসে. ।
বার্ষিক বৃষ্টিপাত: ৩,১৯৪ মিমি।
প্রধান নদী: কর্ণফুলী,হালদা ও সাঙ্গু।