Sompriti Co operative Credit Union Ltd job circular
Sompriti Co operative Credit Union Ltd job circular, Sompriti Co operative Credit Union Ltd
চাকরির বর্ণনাঃ
সম্প্রীতি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এ নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।
পদ সমুহঃ
- ফিল্ড অর্গানাইজার (ঢাকা)
- সহকারী কেন্দ্র ব্যবস্থাপক (ঢাকা)
- ক্রেডিট ম্যানেজমেন্ট অফিসার (ঢাকা)
- ফিল্ড অর্গানাইজার (গাজীপুর)
- সহকারী কেন্দ্র ব্যবস্থাপক (গাজীপুর)
- ক্রেডিট ম্যানেজমেন্ট অফিসার (গাজীপুর)
- ফিল্ড অর্গানাইজার (মাদারীপুর)
- সহকারী কেন্দ্র ব্যবস্থাপক (মাদারীপুর)
- ক্রেডিট ম্যানেজমেন্ট অফিসার (মাদারীপুর)
আবেদন করার প্রক্রিয়াঃ
আবেদনের শেষ তারিখ: ১৫/০১/২০২৫ ইং
যেসব কাগজপত্র পাঠাতে হবে : নিজ হাতে লেখা আবেদনপত্র, মোবাইল নম্বরসহ জীবন বৃত্তান্ত, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি । খামের উপরে পদের নাম উল্ল্যেখ করুন।
কাগজপত্র পাঠানোর মাধ্যম : ডাকযোগে / কুরিয়ার সার্ভিসে / হাতে হাতে অথবা ই-মেইল করতে পারেন।
ই-মেইলে পাঠাতে হলে : নিজ হাতে লেখা আবেদনপত্র, মোবাইল নম্বরসহ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট ও অভিজ্ঞতা সনদের কপি। অবশ্যই ই-মেইল সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।
জীবনবৃত্তান্ত ও কাগজপত্র পাঠানোর ঠিকানা : বরাবর প্রধান নির্বাহী, সম্প্রীতি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ।
সম্প্রীতি ভবন, বাড়ি নং-২৮, রোড-২, ব্লক- এ, জহুরুল ইসলাম সিটি, আফতাব নগর, ঢাকা-১২১২। অথবা ই-মেইল করতে পারেন এই ঠিকানায়- sampreety@yahoo.com
বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)