Singra Upazila Family Planning Office Job Circular

  • Singra Upazila Family Planning Office Job Circular, Singra Upazila Family Planning Office Job

    চাকরির বর্ণনাঃ

    সিংড়া উপজেলা , নাটোর পরিবার পরিকল্পনা,  নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  মা ও শিশু স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে নিয়মিত মাঠকর্মীর পাশাপাশি  ‘কাজ নাই ভাতা নাই’ ভিত্তিতে কিছু সংখ্যক পেইড ভলেন্টিয়ার নিয়োগ দেওয়া হবে।

    পদের নাম

    নিচের বিজ্ঞপ্তিটি দেখুন।

    যোগ্যতা

    • আবেদনকারীকে কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে।
    • বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

    বেতন ভাতা

    প্রতিদিন ৫৫০ টাকা (দিন হিসেবে) করে প্রদান করা হবে।

    আবেদনের প্রক্রিয়া

    আগ্রহী প্রার্থীরা ১২/০৯/২০২১ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, অফিসে রক্ষিত বক্সে আবেদন পত্র জমা দিতে হবে। ডাকযোগে পাঠানো কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদনপত্রের নমুনা কপি উক্ত কার্যালয় হতে সংগ্রহ করা যাবে।

    Upazila Family Planning Office Job Circular

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group