River Research Institute jobs circular | নদী গবেষণা ইনস্টিটিউট এ নিয়োগ বিজ্ঞপ্তি
River Research Institute jobs, River Research Institute jobs news
চাকরির বর্ণনাঃ
নদী গবেষণা ইনস্টিটিউট এ নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।
পদ সমুহঃ
- ভান্ডার রক্ষক
- অডিট সহকারী
- কংক্রিট টেকনিশিয়ান
- টেলিফোন অপারেটর
- মেকানিক
- কাঠমিস্ত্রি
- পাম্পম্যান (পাম্পচালক)
- ডার্করুম সহকারী
- গবেষণাগার বেয়ারার
- অফিস সহায়ক
আবেদন করার প্রক্রিয়াঃ
আবেদনের শেষ তারিখ: ২২/০৮/২০২৪ ইং
বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)
১। নদী সম্পর্কিত সমস্যাসমূহ খুবই জটিল এবং একটি ব্যয়বহুল নকশা মাঠ পর্যায়ে বাস্তবায়নের পূর্বে এর সঠিক সমাধানের জন্য পরীক্ষাগারে বৈজ্ঞানিক তদন্ত এবং গবেষণা প্রয়োজন। নদী ও অন্যান্য হাইড্রলিক সমস্যা সম্পর্কিত গবেষণা পানিসম্পদ উন্নয়নের জন্য গৃহীত প্রকল্প গুলোর ব্যয় সংকোচন এবং ত্রুটিপূর্ণ নকশা বাস্তবায়নের বিপুল খরচের অপচয় হতে সুরক্ষা প্রদান করে থাকে। কোন প্রকল্প বা নকশার গবেষণা ও অনুসন্ধান ব্যয় উক্ত প্রকল্পের মোট ব্যয়ের তুলনায় অতি ক্ষুদ্র।
২। ১৯৪৭ সালের ১৪ আগষ্ট ব্রিটিশ শাসন থেকে মুক্তি পাওয়ার পর ১৯৪৩ সালে কোলকাতায় প্রতিষ্ঠিত নদী গবেষণা ইনস্টিটিউট, বাংলা দেশ বিভাগের কারনে ভারতের পশ্চিম বঙ্গে অন্তর্ভুক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে তদানিন্তন পাকিস্থানের পূর্ব বাংলা প্রাদেশিক সরকার সেচ বিভাগের অধীনে নদী ও তৎসম্পর্কিত পরীক্ষা নিরীক্ষা, অনুসন্ধান ও গবেষণা কার্যক্রম পরিচালনার নিমিত্ত একটি গবেষণাগার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেন। ১৯৪৮ সালের মাঝামাঝি সময়ে সরকার ঢাকায় “হাইড্রলিক রিসার্চ ল্যাবরেটরি (এইচআরএল)” নামে একটি নতুন গবেষণাগার প্রতিষ্ঠার পরিকল্পনা অনুমোদন করে। কোলকাতা থেকে প্রকাশিত “The Statesman” এর ঢাকার স্টাফ রিপোর্টার কর্তৃক উক্ত পত্রিকায় ১৯৪৮ সালের ১২ই আগস্ট “এইচআরএল” অনুমোদন সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পটভূমি হিসেবে উক্ত প্রতিবেদনের অংশবিশেষের অনুবাদ এখানে উত্থাপন করা হলো…….. “নদী ও তৎসম্পর্কিত সমস্যাসমূহ সাফল্যের সাথে সমাধানের নিমিত্ত ঢাকায় “হাইড্রলিক রিসার্চ ল্যাবরেটরি” প্রতিষ্ঠার প্রস্তাব এবং এজন্য ১,২২,০০০/= টাকা অনুমোদন করা হয়েছে। প্রতিষ্ঠানটি প্রদেশের প্রধান নদীসমূহের হাইড্রলিক তথ্য সংগ্রহ ও নদী সম্পর্কিত সমস্যাসমূহের বৈজ্ঞানিক গবেষণায় সক্ষম হবে।” “কুলি রোড (বর্তমান গ্রীন রোড)” –এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার জন্য স্থান নির্ধারন করা হয় এবং ৪ একর নিম্ন ভূমি সহ মোট ১২ একর জায়গা ১৯৪৯ সালের শেষ নাগাদ সরকার কর্তৃক অধিগ্রহন করা হয়। অধিগ্রহনকৃত জায়গাটিতে একে অপরের সাথে সংযুক্ত দুটি পুকুর ছিল। “এইচআরএল” এর পরীক্ষামূলক কাজের শুরু থেকেই রিসার্কুলেটিং খাল ও সাম্প এর মাধ্যমে হাইড্রলিক মডেল স্ট্যাডি-র কাজে উক্ত পুকুর দুটির পানি ব্যবহার করা হয়। স্থানটিতে অধিগ্রহণের সময় থেকেই তৎকালীন সরু কুলি রোডের পাশে কিছু ছোট, আধা-পাঁকা শেড ছিলো যেগুলি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রাথমিক অবস্থায় স্টোর, গার্ড রুম ও কিছু নিম্নপর্যায়ের কর্মচারীর বসবাসের স্থান হিসেবে ব্যবহৃত হয়েছে।
The River Research Institute or RRI is an autonomous national research institute based in Faridpur, Bangladesh. It is a statutory organization that carries out research and plans in water resource management
The institute traces its origin to Bangladesh Water Development Board’s Hydraulic Research Laboratory which was established in 1948. The institute was established 1977 under the water development board. In July 1990 it was made a national autonomous organisation. On 20 August 1991 it was separated from the board. It assists government agencies in the management of rivers and assess impact of development on the rivers