National Heart Foundation and Research Institute Admission Circular
National Heart Foundation and Research Institute Admission Circular, National Heart Foundation and Research Institute Admission
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট Diploma in Cardiac Nursing-এ ভর্তির বিজ্ঞপ্তি
০১। কোর্সের নাম : Diploma in Cardiac Nursing
০২। মেয়াদ : ০১ বৎসর (জুলাই-২০২৫ ইং থেকে শুরু)।
০৩। ভর্তির যোগ্যতা : নার্সিং কাউন্সিল কর্তৃক স্বীকৃত Diploma in Nursing Science & Midwifery / B.Sc in Nursing পাস।
০৪। বয়স : অনূর্ধ্ব ৩৫ বৎসর।
০৫। প্রশিক্ষণ ভাতা : বেসরকারি নার্সদের মাসিক ১০,০০০/- (দশ হাজার টাকা)
০৬। কোর্স চলাকালীন হোস্টেলের সুবিধা (শুধুমাত্র মেয়েদের জন্য)
০৭। দরখাস্তের শেষ তারিখ : ০৪-০৫-২০২৫ইং রোজ রবিবার।
সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্র পাঠানো যাবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, নার্সিং পাসের রেজিস্ট্রেশনের ফটোকপি/নার্সিং রেজিস্ট্রেশন পরীক্ষার ফলাফল, প্রবেশপত্র ও অভিজ্ঞতার সত্যায়িত সনদপত্র, পাসপোর্ট সাইজের সদ্য তোলা ০২ কপি ফটো, চারিত্রিক ও নাগরিক সনদপত্র, জীবনবৃত্তান্ত এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের বরাবরে যেকোনো ব্যাংক হতে অফেরতযোগ্য ৫০০/- (পাঁচশত) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফটসহ আবেদনপত্র অফিস চলাকালীন সময় সকাল ৮.০০ ঘটিকা হতে দুপুর ২.০০ ঘটিকার মধ্যে অত্র ইনস্টিটিউটের ১৪ তলা অফিসকক্ষে জমা দিতে হবে। এছাড়া সরকারি চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন পাঠাতে হবে।
০৮। পরীক্ষার তারিখ ও স্থান :
লিখিত : ০৬-০৫-২০২৫ইং তারিখ রোজ মঙ্গলবার ১০.০০ ঘটিকা। ঐ একই দিন বিকাল ৫:০০ ঘটিকায় লিখিত পরীক্ষার ফলাফল ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সেন্ট্রাল নোটিশ বোর্ডে প্রদর্শন করা হবে।
মৌখিক : ০৭-০৫-২০২৫ ইং তারিখ রোজ বুধবার ১০.০০ ঘটিকা (কেবলমাত্র উত্তীর্ণ প্রার্থীদের)
স্থান : অত্র ইনস্টিটিউটের অডিটোরিয়ামে ১১ তলায়
০৯। কোর্স সমাপ্তির পর অত্র প্রতিষ্ঠানের প্রয়োজনে এবং শূন্য পদে বেসরকারি প্রার্থীদের চাকরি করা বাধ্যতামূলক। কোর্স সমাপ্তি করে চাকরিতে যোগদান করার পর অত্র প্রতিষ্ঠানের চাকরিরত সেবিকাদের ন্যায় প্রারম্ভিক বেতনের সমতুল্য বেতন দেওয়া হবে ।
১০। কোর্স চলাকালীন বেসরকারি প্রার্থীগণ অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি/কোর্সে অধ্যয়নরত থাকিতে পারিবেন না।
এখানে উল্লেখ্য যে এই কোর্স বাবদ কোনো রকম কোর্স ফি নেওয়া হবে না।
অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (রিজভী) সভাপতি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ
Address Of National Heart Foundation and Research Institute