Nowabenki Gonomukhi Foundation job circular | নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন এ নিয়োগ বিজ্ঞপ্তি

  • Nowabenki Gonomukhi Foundation job, Nowabenki Gonomukhi Foundation job Circular

    Nowabenki Gonomukhi Foundation (NGF) announces job opportunities for the below positions under the intervention “Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh” supported by the Green Climate Fund (GCF) and PKSF.

    Nowabenki Gonomukhi Foundation job circular

    To get theTerms of References of the above-mentioned positions please visit the following link:
    https://ngf-bd.org/public/uploads/222_pg.pdf  OR Browse NGF’s website: www. https://ngf-bd.org/

    Application Procedure:

    Interested Candidates are requested to send their CV with a cover letter addressing the Executive Director, Nowabenki Gonomukhi Foundation (NGF), Nowabenki, Shyamnagar, Satkhira. OR send your CV with a cover letter to the given email: ngfhr502@gmail.com

    • Applications should havea detailed CV including a contact cell phone number and two referees.
    • A recent Photograph must be enclosed with the CV
    • Only short-listed candidates will be called for written and vivaexaminations.
    • Written and viva examinations will be held on March 30, 2024
    • For the position of 1-4; the Candidates who worked previously in NGF will be given priority

    Application Deadline: 25 March, 2024

    =======CLOSE=========

    পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) সুদীর্ঘ ৩৪ বছর যাবৎ দেশের দক্ষিণ পশ্চিম উপকুলীয় অঞ্চলের সাতক্ষীরা, যশোর ও খুলনা জেলার উপজেলা সমূহে ক্ষুদ্রঋণের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) মাইক্রো ক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এ সনদ প্রাপ্ত (সনদ নং ০১৫১৯-০০৫৮৭-০০৩৪৫) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী সংস্থা। বর্তমানে সংস্থার কর্ম এলাকায় চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় জরুরী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নিম্ন লিখিত পদে শর্ত পূরণ সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

    পদের নামঃ

    1. শাখা ব্যবস্থাপক, বয়সঃ সর্বোচ্চ ৪৫ বছর, পদের সংখ্যা ঃ ৪জন

    শিক্ষাগত যোগ্যতাঃ 

    ১. কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় নূন্যতম স্নাতক / স্নাতকোত্তর অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
    ২. সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
    ৩. পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত এমন প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।
    ৪. কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।

    অভিজ্ঞতা  অন্যান্য যোগ্যতা

    • বেসরকারী উন্নয়ন সংস্থা/ গ্রামীন কৃষিজ/ সামাজিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা আবশ্যক।  তবে কৃষি/মৎস্য ও প্রাণিসম্পদে ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা প্রযোজ্য হবে।
    • প্রকল্প বাস্তবায়ন বিশেষ করে শিক্ষা/ স্বাস্থ্য/ স্যানিটেশন/ আয়বর্ধনমূলক কর্মকান্ড/ কমিউনিটি মোবিলাইজেশন ইত্যাদি  পরিচালনায় সুদক্ষ হতে হবে একইসাথে বিভিন্ন ক্যাটাগরির ষ্ট্যাফ ব্যবস্থাপনাসহ মানব সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার দক্ষতা থাকতে হবে।
    • উপকূলীয় অঞ্চলের মাঠপর্যায়ের প্রান্তীক জনগোষ্ঠীর সাথে নিবিঢ়ভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।
    • মাঠপর্যায়ে হেল্থ ক্যাম্প/চক্ষু শিবির/স্ট্যাটিক ক্লিনিক/স্যাটেলাইট ক্লিনিক/দিবস উদযাপনসহ সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি বাস্তায়নের দক্ষতা থাকতে হবে।
    • কৃষি/মৎস্য ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কার্যক্রমে মাঠ পর্যায়ে প্রযুক্তি হস্তান্তর, ফলাফল প্রদর্শন, প্রশিক্ষণ প্রদান, কারিগরি সহায়তা প্রদানসহ এ জাতীয় কার্যক্রম বাস্তবায়নের দক্ষতা থাকতে হবে।
    • মাঠ পর্যয়ে কার্যক্রম বাস্তবায়নের সাথে জড়িত সরকারী/ বেসরকারী প্রতিষ্ঠান/ ইউনিয়ন পরিষদ/ইনপুট সরবরাহকারী বিভিন্ন কোম্পানী ও অন্যান্য প্রকল্পের সাথে সুসর্ম্পক বজায় রেখে কাজ করতে আগ্রহী হতে হবে।
    • সংশ্লিষ্ট প্রকল্পের পরিকল্পনা তৈরি, বাজেট প্রণয়ন, কাজের অগ্রগতি  (সাপ্তাহিক/মাসিক/বাৎসরিক) প্রতিবেদন তৈরি ও প্রতিবেদন উপস্থাপনের দক্ষতা থাকতে হবে।
    • দাতা সংস্থার সাথে নিয়মিত যোগাযোগ ও সুসম্পর্ক বজায় রেখে মাঠ পর্যায়ের কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।
    • কম্পিউটার পরিচালনায় বিশেষ করে MS Office Application Software, E-mail, Internet ব্যবহারেপারদর্শীহতেহবে।

    বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা

    • সর্বসাকুল্যে ২৯,২৫০/-
    • চাকুরীতে স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল খরচ, কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধাসহ চাকুরী বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

    আবেদনের শর্তাবলী

    ১। প্রার্থীকে অবশ্য্ই মটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
    ২। নিয়োগপ্রাপ্ত ব্যক্তির ৬ মাস শিক্ষানবীশকাল শেষে কর্ম মূল্যায়নের ভিত্তিতে চাকুরী স্থায়ীকরণ করা হবে।
    ৩। আবেদকারীদের উপকুলীয় অঞ্চলের মাঠ পর্যায়ের প্রান্তিক জনগোষ্ঠির সাথে নিবিড়ভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।
    ৪। আগ্রহী প্রার্থীগণের সদ্য তোলা ৩ (তিন) কপি পাস পোর্ট সাইজের সত্যায়িত ছবি, মোবাইল/টেলিফোন নম্বর সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয় পরিচয় পত্র ও নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত অনুলিপি সহ আবেদন হেড অব এ্যাডমিন এন্ড এইচআরডি, নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ), নওয়াবেঁকী, শ্যামনগর, সাতক্ষীরা বরাবর আগামী ১৫.০১.২০২৪ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে স্ব হস্তে অথবা ডাকযোগে অথবা ই-মেইলঃ ngfhr502@gmail.com ঠিকানায় পৌঁছাতে হবে।
    ৫। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র এবং অভিজ্ঞতার সনদপত্র সঙ্গে আনতে হবে।
    ৬। লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
    ৭। নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।

     

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group