জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষা বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি । National University Honours Admission Circular
National University Honours Admission Circular, National University Honours Admission Circular
ভর্তি বিজ্ঞপ্তি ১ম বর্ষ স্নাতক (সম্মান) ২০২৪-২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পাঠদানকারী কলেজসমূহে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির লক্ষ্যে অনলাইন প্রাথমিক আবেদন ২৬ ফেব্রুয়ারি বিকাল ৪টা থেকে শুরু হয়ে ১৬ মার্চ ২০২৫ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে । আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত ) টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি ১৭ মার্চ ২০২৫ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
ভর্তিচ্ছুদের করণীয় ও আবেদন করার সময়সূচি
ক) অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহের তারিখ: ২৬/০২/২০২৫ থেকে ১৬/০৩/২০২৫ ইং।
খ) আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত ) টাকা রেজিস্ট্রেশন ফি বাবদ ৪৮৫ টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি) জমা দেয়ার তারিখ: ২৭/০২/২০২৫ থেকে ১৭/০৩/২০২৫ ইং।
গ) কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করার তারিখ: ২৭/০২/২০২৫ থেকে ১৮/০৩/২০২৫ ইং।
ঘ) কলেজ কর্তৃক আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি’র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ [আবেদনকারী প্রতি ১৭৫/- () টাকা হারে] জিস্ট্রেশন ফি বাবদ ৪৮৫ টাকা সংশ্লিষ্ট খাতে (ভর্তি ফান্ড) যে কোন সোনালী ব্যাংক শাখায় জমা দেয়ার তারিখ: ১৯/০৩/২০২৫ থেকে ২৫/০৩/২০২৫ ইং।
এ লক্ষ্যে কলেজকে Login এর মাধ্যমে Application Payment | ( Info (Honours) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলোড করতে হবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে ।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এর Prospectus (Honours) / Important Notice অপশন থেকে পরবর্তীতে জানানো হবে ।
The National University (NU) Honours Admission refers to the process of admitting students into the undergraduate Honours programs at colleges affiliated with the National University of Bangladesh. This admission process typically follows a structured procedure and is for students who have completed their higher secondary education (12th grade or equivalent).
Here’s a general outline of how the NU Honours Admission process works:
1. Eligibility Criteria:
- Students must have completed their Higher Secondary Certificate (HSC) or equivalent examination with a minimum GPA (Grade Point Average), which is set by the National University each year.
- The specific eligibility criteria (such as GPA requirements in specific subjects) might vary depending on the course/program and the year.
2. Application Process:
- Students need to apply online through the official website of the National University or the specific college they are interested in.
- The application typically involves filling out personal and academic details, selecting the desired program, and paying the application fee.
3. Admission Test (if applicable):
- In some cases, there might be an entrance exam for certain programs, although for many programs, admission is based purely on HSC results (or equivalent).
4. Merit List:
- After the application process, the National University releases a merit list based on students’ previous academic results.
- The students are ranked in this list, and those with higher grades are given priority for admission.
5. Seat Allocation:
- After the release of the merit list, students are allotted seats in the program of their choice based on their ranking.
- Seat allocation may depend on factors such as the availability of seats in the program, specific subject requirements, and the student’s preferences.
6. Documents Verification:
7. Final Admission:
- After document verification, students who meet all the requirements are officially admitted to their chosen programs.
- A formal admission notification is issued, and students can begin attending classes.
8. Important Dates:
- The NU Honours admission process usually follows a strict timeline, which includes application deadlines, result announcements, and other important dates.
- These dates are usually published on the official National University website or specific college admission portals.