এমএসসি ইন নার্সিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি | M.Sc in Nursing Admission Circular 2025
M.Sc in Nursing Admission Circular, M.Sc in Nursing Admission Circular 2025
এমএসসি ইন নার্সিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার গত ০৯-০৬-২০২৪ খ্রি: তারিখের ৮১৮/ক.প ও ০৯-০৬-২০২৪ খ্রি: তারিখের ৮২৯/ক.প এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ০১-০৮-২০২৪ খ্রি: তারিখের ৫৯.০০.০০০০.183.99.00৩,২৩-২৫৬ স্মারকমূলে স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদের অধিভুক্ত | সরকারি ০২ (দুই)টি নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানে ০২ বছর মেয়াদি নিম্নবর্ণিত এমএসসি ইন নার্সিং কোর্সে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৮০টি আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে :
কলেজের নাম : ঢাকা নার্সিং কলেজ, ঢাকা, আসন ৬০ টি
কোর্সের নাম
১. এমএসসি ইন নার্সিং ম্যানেজমেন্ট (১০১)
২. এমএসসি ইন কমিউনিটি হেলথ নার্সিং (১০২)
৩. এমএসসি ইন চাইল্ড হেলথ নার্সিং (১০৩)
৪. এমএসসি ইন এডাল্ট এন্ড এন্ডার্লি হেলথ নার্সিং (১০৪)
৫. এমএসসি ইন মেন্টাল হেলথ এন্ড সাইকিয়াট্রিক নার্সিং (১০৫)
৬. এমএসসি ইন ওমেন হেলথ এন্ড মিডওয়াইফারি (১০৬)
কলেজের নাম : কলেজ অব নার্সিং, শেরেবাংলা নগর, ঢাকা আসন ২০ টি
কোর্সের নাম
১. এমএসসি ইন এডাল্ট এন্ড এন্ডার্নি হেলথ নার্সিং (১০৭)
২. এমএসসি ইন কমিউনিটি হেলথ নার্সিং (১০৮)
- আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আবেদনকারীকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠান হতে ০২ বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক নার্সিং/ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং অথবা ০৪ বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে।
- এ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর হতে হবে।
- এমএসসি ইন নার্সিং কোর্সে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট www. mefwd.gov.bd
- এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইট www.dgnm.gov.bd এর মাধ্যমে জানা যাবে।
প্রার্থীদের বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এর নার্সিং রেজিস্ট্রেশন হালনাগাদ নবায়ন থাকতে হবে।
- সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে উক্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কমপক্ষে ০২ (দুই) বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে
- সরকারি প্রার্থীদের জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং অভিজ্ঞতার স্বপক্ষে স্থানীয় কর্তৃপক্ষের নিকট হতে প্রত্যয়নপত্র আছে মর্মে অনলাইন আবেদনে উল্লেখ থাকতে হবে।
- এমএসএন কোর্সে অধ্যয়নকালীন কোন বেসরকারি প্রার্থী সরকারি চাকুরিতে যোগদান করলে উক্ত প্রার্থীর কোর্স স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। এমএসএন কোর্স সম্পন্ন করতে চাইলে পুনরায় পরবর্তী বিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে ভর্তি হতে পারবে।
- যদি কোন সরকারি প্রার্থী তথ্য গোপন করে বেসরকারিভাবে আবেদন করে এবং তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
- বেসরকারি প্রার্থীদের ক্ষেত্রে রেজিস্ট্রার্ড নার্স হিসাবে ০২ (দুই) বছরের ক্লিনিক্যাল প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকতে হবে। • আগ্রহী প্রার্থীগণ http://dgnmmsc.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
০৩। অনলাইন আবেদন, প্রবেশপত্র ডাউনলোড ও পরীক্ষার সময়সীমা নিম্নরূপ :
অনলাইন (Online) আবেদন (Application) শুরুর তারিখঃ ১৭-০২-২০২৫ খ্রি: (সোমবার, সকাল ১০.০০ ঘটিকা হতে) ১৭-০৩-২০২৫ খ্রি: (সোমবার, বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত)
অনলাইন (Online) আবেদন (Application) শেষ তারিখঃ ১০-০৪-২০২৫ খ্রি: তারিখ সকাল ১০.০০টা হতে ১৯-০৪-২০২৫ খ্রি: তারিখ (সকাল ১০.০০ ঘটিকা পর্যন্ত)
প্রবেশপত্র ডাউনলোড (Download)-এর তারিখ: ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও পদ্ধতিঃ ১৯-০৪-২০২৫ খ্রি: তারিখ রোজ শনিবার সকাল ১০.০০ ঘটিকা হতে ১১.০০ ঘটিকা পর্যন্ত ০১ ঘণ্টাব্যাপী MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষা।
০৪। অনলাইনে অবেদনপত্র পূরণ ও ফি জমাদানের নিয়মাবলী :
(ক) উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৪৮ (আটচল্লিশ) ঘণ্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য৩০০xপ্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant’s Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy-তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন ।
(চ) Applicant’s Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে আবেদন ফি (অফেরতযোগ্য) বাবদ ১০০০ (এক হাজার টাকা অনধিক ৪৮ (আটচল্লিশ) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
SMS নিয়মাবলী :
প্রথম ধাপ SMS : DGNMMSC <space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DGNMMSC ABCDEF & send to 16222
Reply: Applicant’s Name, Tk 1000 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type DGNMMSC <Space> Yes <space> PIN and send to 16222.
দ্বিতীয় ধাপ SMS: DGNMMSC<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DGNMMSC Yes 12345678 & send to 16222
Reply: Congratulations! Applicant’s Name, Payment completed successfully for DGNMMSC Application for ( MSC in Nursing ) User ID is (ABCDEF) and password ( XXXXXXXX). (ছ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dgnmmsc.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে।
০৫। ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। ভর্তি পরীক্ষার পূর্বে বা পরে যে কোন পর্যায়ে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্য বা তার অংশ বিশেষ অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা পরিলক্ষিত হলে তার প্রার্থিতা এবং ভর্তি বাতিল বলে গণ্য হবে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৬। ভর্তিচ্ছুক প্রার্থীকে ১০০ নম্বরের MCQ প্রশ্নের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার যাতায়াত/ দৈনিক ভাতা প্রদান করা হবে না। পরীক্ষার হলে যে কোন প্রকার ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ডিভাইস (ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন বা এ জাতীয় কোন যন্ত্রপাতি) সঙ্গে আনা যাবে না। শুধুমাত্র পেন্সিল, কালো কালির বলপয়েন্ট কলম, রাবার, স্কেল, ইত্যাদি ব্যবহার করতে পারবেন।
৭। MCQ পরীক্ষায় কমপক্ষে ৫০ (পঞ্চাশ) নম্বর প্রাপ্ত প্রার্থীগণ উত্তীর্ণ মর্মে বিবেচিত হবেন। প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে নার্সিং বিষয়ে ৮০% এবং ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে ২০% প্রশ্ন থাকবে। প্রার্থীর নির্বাচনী পরীক্ষার মেধাক্রম ও প্রার্থী কর্তৃক প্রদত্ত পছন্দক্রম অনুযায়ী কোন প্রতিষ্ঠান/ কোর্সে ভর্তি হবে তা নির্ধারিত হবে।
৮। অন্যান্য শর্তাবলী :
(ক) সরকারি চাকরিতে কর্মরত প্রার্থীকে আবেদনের পূর্বে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে অনাপত্তিপত্র গ্রহণ করতে হবে।
(খ) ভর্তি পরীক্ষায় নির্বাচিত প্রার্থীকে নিম্নবর্ণিত কাগজপত্রাদির অনুলিপি ১ম শ্রেণির গেজেটেড সরকারি কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে জমাদান
পূর্বক নির্ধারিত তারিখের মধ্যে সংশ্লিষ্ট নার্সিং কলেজে ভর্তি হতে হবে।
- বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল হতে প্রাপ্ত হালনাগাদ নবায়নকৃত রেজিস্ট্রেশন এর সত্যায়িত কপি:
* শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত কপি:
- জাতীয় পরিচয়পত্রের অনুলিপি;
- Download করা Applicant’s Copy এর অনুলিপি;
- Download করা প্রবেশপত্র (Admit Card)-এর অনুলিপি।।
০৯। নির্বাচিত প্রার্থী নার্সিং কলেজে অধ্যয়নকালে কোন প্রকার চাকরি, প্রশিক্ষণ বা অন্য কোন প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে পারবেন না।
১০। কোর্সে অধ্যয়নকালে সংশ্লিষ্ট নার্সিং কলেজ/বিশ্ববিদ্যালয়ের কোর্স কারিকুলাম / বিধি-বিধান মেনে চলতে হবে।
১১। নির্বাচিত পুরুষ প্রার্থীদের নিজ দায়িত্বে আবাসনের ব্যবস্থা করতে হবে। আবাসন সংকুলান না হলে মহিলা প্রার্থীকেও নিজ দায়িত্বে আবাসনের ব্যবস্থা করতে হবে।
১২। মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য সংরক্ষিত আসনের ক্ষেত্রে ভর্তি পরীক্ষার দিন কার্যকর সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধি-বিধান প্রযোজ্য হবে। তবে সংরক্ষিত আসনে উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে সাধারণ মেধাক্রমের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
১৩। ভর্তি ও ভর্তি পরবর্তী কার্যক্রমে সরকারি চাকরিতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে “জনপ্রশাসন প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা নীতিমালা, ২০২৩” এর বিধানাবলী অনুসৃত হবে। নীতিমালায় উল্লেখ নেই এমন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।