কিশোরগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি | kishoreganj Police Super Office jobs

  • এই সার্কুলারের আবেদনের সময় শেষ হয়ে গিয়েছে, নতুন চাকরির খবর গুলো দেখতে ক্লিক করুন

    kishoreganj Police Super Office job, kishoreganj Police Super Office job circular

    চাকরির বর্ণনাঃ

    পুলিশ সুপারের কার্যালয়, কিশোরগঞ্জ এ বিভিন্ন পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।

    পদ সমুহঃ

    নিচের বিজ্ঞপ্তিটি দেখুন।

    আবেদন করার প্রক্রিয়াঃ

    আবেদনের শেষ তারিখ: ২১/১২/২০২০ ইং 

    বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

    Bangladesh Police jobs

    রুপকল্প (Vision)

    • আমরা মাদক, বাল্যবিবাহ এবং জঙ্গীবাদ ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। সকল নাগরিকদের সেবা প্রদান করা এবং বসবাস ও কর্মোপযোগী বাংলাদেশ গড়ে তোলা।

    অভিলক্ষ্য (Mission)

    • আইনের শাসন সমুন্নত রাখা।
    • সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিতকরণ।
    • জনগণের অংশিদারিত্বের (Community Partnership) ভিত্তিতে সামাজিক শান্তি রক্ষা।
    • অপরাধ চিহ্নিতকরণ ও প্রতিরোধ।
    • আইন লংঘনকারীকে বিচারের আওতায় আনা।
    • শান্তি ও জনশৃঙ্খলা রক্ষা।
    • জনগণকে সুরক্ষা, সাহায্য ও সেবা প্রদান এবং আশস্তকরণ।
    • সমব্যথী, বিনম্র এবং ধৈর্যশীল হওয়া।
    • অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ এবং উন্নততর কর্মসম্পাদনের পন্থা অন্বেষন।
    • বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় সাধন।

    আমাদের অর্জনসমূহ

     

    ১. জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন।

    ২. পুলিশী সেবার গতি বৃদ্ধির লক্ষ্যে বিডি পুলিশ হেল্প লাইন অ্যাপস্ চালু  করা হয়েছে।

    ৩. অনলাইন এর মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান।

    ৪.  সকল থানার সাথে উর্ধ্বতন কর্মকর্তাদের অনলাইন যোগাযোগ চালু করা।

    ৫. অপরাধ ও অপরাধীদের দমনের লক্ষ্যে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণের সম্পৃক্ততা  বৃদ্ধি করে সফলতা অর্জন।

    ৬. থানা পর্যায়ে নিয়মিত ওপেন হাউজ ডে অনুষ্ঠান এবং জনগণের সমস্যাসমূহ শোনা, পুলিশী স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে।

    ৭.  স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে জঙ্গি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে স্বোচ্ছার করা   হয়েছে।

    ৮.  রেঞ্জাধীন সকল জেলার মাদক ব্যবসায়ীর তালিকা প্রস্তুত এবং উল্লেখযোগ্য সংখ্যক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

    ৯.  দ্বন্দ্ব নিরসনের বিকল্প ব্যবস্থা হিসেবে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে বিরোধ নিষ্পত্তি।

    ১০.  সড়ক দূর্ঘটনা নিয়ন্ত্রণে মালিক, চালক ও হেল্পারদের নিয়ে সচেতনতামূলক সভাসহ  প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান।

    ১২.  পুলিশ সুপারের কার্যালয়ে উইমেন সাপোর্ট সেন্টার স্থাপন করা।  এছাড়া থানা সমূহে নারী ও শিশু বান্ধব ডেক্স স্থাপন করা হয়েছে।

     

     

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group