Bangladesh Fire Service And Civil Defence Job Circular

  • Bangladesh Fire Service And Civil Defence Job Circular , Bangladesh Fire Service And Civil Defence Job

    চাকরির বর্ণনাঃ

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর রাজস্বখাতে অস্থায়ীভিত্তিতে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুধুমাত্র বাংলাদেশি অবিবাহিত নাগরিকরা এই পদে আবেদন করতে পারবেন।

    পদ সমুহঃ

    • ব্যবস্থাপনা পরিচালক
    • সেফটি ইঞ্জিনিয়ার
    • মার্কেটিং অফিসার

    আবেদন করার প্রক্রিয়াঃ

    আবেদনের শেষ তারিখঃ 27 Jun 2024 ইং সকাল ০৮.০০ টায় সরাসরি উপস্থিত থাকতে হবে

    বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

    Bangladesh Fire Service And Civil Defence Job Circular Bangladesh Fire Service And Civil Defence Job Circular
    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়াধীন একটি জরুরি সেবামূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সকল কার্যক্রম জনগণের সেবায় নিবেদিত। তৎকালীন বৃটিশ সরকার অবিভক্ত ভারতে ১৯৩৯-৪০ অর্থ সালে ফায়ার সার্ভিস সৃষ্টি করেন। বিভক্তিকালে আঞ্চলিক পর্যায়ে কলকাতা শহরের জন্য কলকাতা ফায়ার সার্ভিস এবং অবিভক্ত বাংলায় বাংলার জন্য (কলকাতাবাদে) বেঙ্গল ফায়ার সার্ভিস সৃষ্টি করেন। ১৯৪৭ সনে এ অঞ্চলের ফায়ার সার্ভিসকে পূর্ব পাকিস্তান ফায়ার সার্ভিস নামে অভিহিত করা হয়। অনুরূপভাবে দ্বিতীয় মহাযুদ্ধের সময় ভারতে বে-সামরিক প্রতিরক্ষা বিভাগ প্রাথমিক পর্যায়ে Air Raid Precautions (ARP) এবং পরবর্তী পর্যায়ে ১৯৫১ সনে আইনি প্রক্রিয়ায় সিভিল ডিফেন্স অধিদপ্তর সৃজিত হয়। কর্মব্যবস্থাপনার লক্ষ্যে সড়ক ও জনপথ বিভাগের অধীন রেসকিউ বিভাগ নামে ১টি বিভাগ সৃষ্টি হয়।

    ১৯৮১ সালের ৯ই এপ্রিল তৎকালীন ফায়ার সার্ভিস পরিদপ্তর ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সরকারি প্রজ্ঞাপন অনুসারে একীভূত হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে সড়ক ও জনপথ বিভাগের অধীন রেসকিউ বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে অর্ন্তভুক্ত হয়।

    The Department of Fire Service and Civil Defense is an emergency service organization under the Ministry of Home Affairs of the Government of the People’s Republic of Bangladesh. All the activities of this organization are dedicated to the service of the people. The then British government established the Fire Service in undivided India in 1939-40. He created the Calcutta Fire Service for the city of Calcutta at the regional level during the Partition and the Bengal Fire Service for undivided Bengal (Kolkata). In 1947, the fire service in the region was renamed the East Pakistan Fire Service. Similarly, during the Second World War, the Department of Civil Defense in India was initially created as Air Raid Precautions  (ARP) and later in 1951 as the Department of Civil Defense. For the purpose of work management, a department called Rescue Department was created under the Roads and Highways Department.

    On April 9, 1971, the then Fire Service Directorate and the Civil Defense Department were merged and established the Fire Service and Civil Defense Department. Later it was included in the Rescue Department, Fire Service and Civil Defense Department under the Roads and Highways Department.

     

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group