Job Circular At Safiuddin Sarker Academy and College । সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি

  • চাকরির বর্ণনাঃ

    ঢাকা শিক্ষা বোর্ডের শীর্ষস্থানীয় এবং গাজীপুর জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজে নিন্মবর্ণিত পদে (নন এমপিও) বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ।

    পদের নাম এবং সংখ্যাঃ

    • প্রভাষক (পদার্থ বিজ্ঞান – ০১, জীববিজ্ঞান – ০১) – ০২ জন (সৃষ্ট পদ) ।
    • সহকারী শিক্ষক (প্রাথমিক শাখা) – ০১ জন (সৃষ্ট পদ) ।
    • লাইব্রেরী সহকারী – ০১ জন (সৃষ্ট পদ) ।
    • কম্পিউটার অপারেটর – ০২ জন (সৃষ্ট পদ) ।
    • পিয়ন – ০১ জন (সৃষ্ট পদ) ।
    • দারোয়ান – ০৪ জন (সৃষ্ট পদ) ।
    • আয়া – ০১ জন (সৃষ্ট পদ) ।
    • ইলেকট্রিশিয়ান – ০১ জন (সৃষ্ট পদ) ।

    কাজের ধরনঃ

    ফুল টাইম ।

    বেতনঃ

    উল্লেখ করা হয়নি ।

    শিক্ষাগত যোগ্যতাঃ

    • প্রভাষক (পদার্থ বিজ্ঞান – ০১, জীববিজ্ঞান – ০১) – সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর এবং শিক্ষক নিবন্ধন থাকতে হবে ।
    • সহকারী শিক্ষক (প্রাথমিক শাখা) – যে কোন বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ।
    • লাইব্রেরী সহকারী – স্নাতক অথবা স্নাতকোত্তর । মহিলাদের অগ্রাধিকার ।
    • কম্পিউটার অপারেটর – উচ্চ মাধ্যমিক পাসসহ বাংলা ইংরেজি টাইপিং ও ডাটা এন্ট্রিতে দক্ষ ।
    • পিয়ন – ৮ম শ্রেণী পাস ।
    • দারোয়ান – ৮ম শ্রেণী পাস ও সবল দেহের অধিকারী হতে হবে ।
    • আয়া – ৮ম শ্রেণী পাস ।
    • ইলেকট্রিশিয়ান – ৮ম শ্রেণী পাস । ইলেকট্রিক কাজে অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার ।

    আবেদন করার প্রক্রিয়াঃ

    আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র, ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, স্বহস্তে লিখিত আবেদনপত্রশ অধ্যক্ষ, সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর – এর অনুকূলে (অফেরতযোগ্য) ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেডের যেকোন শাখা থেকে (১) নং পদের জন্য ৬০০/-, (২) নং পদের জন্য ৫০০/-, (৩) ও (৪) নং পদের জন্য ৪০০/-, (৫), (৬), (৭) ও (৮) নং পদের জন্য ৩০০/- টাকার পে – অর্ডারসহ আগামী ৩০/০৬/২০১৮ তারিখ শনিবার, সকাল ১০ টায় লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে ।

    আবেদন করার শেষ তারিখঃ ৩০ জুন ২০১৮ ইং ।

    বিস্তারিত তথ্য এই বিজ্ঞপ্তিতে দেখুন, (বিজ্ঞপ্তিটি ফুল রেজুলেশনে ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group