রংপুর জেলা প্রশাসকের কার্যালয় এ নিয়োগ । Rangpur DC Office Job Circular
Rangpur Deputy Commissioners Office jobs, Rangpur Deputy Commissioners Office jobs news
চাকরির বর্ণনাঃ
রংপুর জেলা প্রশাসকের কার্যালয় এ বিভিন্ন পদে অস্থায়ীভাবে নিয়োগের জন্য জেলার স্থায়ী বাসিন্দাদের থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করেছে।
পদ সমুহঃ
- সার্ভেয়ার
- হিসাব রক্ষক
- অফিস সহায়ক
আবেদন করার প্রক্রিয়াঃ
আগ্রহী প্রার্থীকে নির্ধারিত চাকরির ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। তাছাড়া রংপুর জেলার ওয়েবসাইট www.rangpur.gov.bd থেকেও ডাউনলোড করা যাবে।
আবেদনের সময়সীমা: ০৬/০৬/২০২৪ ইং তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত।
বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)
নামকরণের ক্ষেত্রে লোকমুখে প্রচলিত আছে যে পূর্বের ‘রঙ্গপুর’ থেকেই কালক্রমে এই নামটি এসেছে।ইতিহাস থেকে জানা যায় যে উপমহাদেশে ইংরেজরা নীলের চাষ শুরু করে। এই অঞ্চলে মাটি উর্বর হবার কারনে এখানে প্রচুর নীলের চাষ হত। সেই নীলকে স্থানীয় লোকজন রঙ্গ নামেই জানত। কালের বিবর্তনে সেই রঙ্গ থেকে রঙ্গপুর এবং তা থেকেই আজকের রংপুর।অপর একটি প্রচলিত ধারনা থেকে জানা যায় যে রংপুর জেলার পূর্বনাম রঙ্গপুর।
প্রাগ জ্যোতিস্বর নরের পুত্র ভগদত্তের রঙ্গমহল এর নামকরন থেকে এই রঙ্গপুর নামটি আসে। রংপুর জেলার অপর নাম জঙ্গপুর । ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব থাকায় কেউ কেউ এই জেলাকে যমপুর বলেও ডাকত। তবে রংপুর জেলা সুদুর অতীত থেকে আন্দোলন প্রতিরোধের মূল ঘাটি ছিল। তাই জঙ্গপুর নামকেই রংপুরের আদি নাম হিসেবে ধরা হয়। জঙ্গ অর্থ যুদ্ধ, পুর অর্থ নগর বা শহর। গ্রাম থেকে আগত মানুষ প্রায়ই ইংরেজদের অত্যাচারে নিহত হত বা ম্যালেরিয়ায় মারা যেত। তাই সাধারণ মানুষ শহরে আসতে ভয় পেত। সুদুর অতীতে রংপুর জেলা যে রণভূমি ছিল তা সন্দেহাতীত ভাবেই বলা যায়। ত্রিশের দশকের শেষ ভাগে এ জেলায় কৃষক আন্দোলন যে ভাবে বিকাশ লাভ করে ছিল তার কারণে রংপুরকে লাল রংপুর হিসেবে আখ্যায়িত করা হয়েছিল।
Rangpur is one of the major cities in Bangladesh and Rangpur Division. Rangpur was declared a district headquarters on December 16, 1769, and established as a municipality in 1869, making it one of the oldest municipalities in Bangladesh. The municipal office building was erected in 1892 under the precedence Raja Janaki Ballav, Senior Chairman of the municipality. In 1890, the Shyamasundari canal was excavated for the improvement of the town. Sharfuddin Ahmed Jhantu was first mayor of Rangpur City Corporation.
The municipality is located in the northwestern part of Bangladesh.[3] Begum Rokeya University is situated in the southern part of the city. Previously, Rangpur was the headquarters of Greater Rangpur district. Later, the Greater Rangpur district was broken down into the Gaibandha, Kurigram, Lalmonirhat, Nilphamari and Rangpur districts. In the great Rangpur region, little economic development took place until the 1990s, mainly because of the yearly flooding the region used to see before the building of the Teesta Barrage. Coal is found near this district. There is a large military cantonment in the town, along with a Ghagot park (under military surveillance), in addition to the famous Carmichael College and Rangpur Zoo in the city. Rangpur is also famous for its handicrafts industry like Shotoronji.
Reference: https://en.wikipedia.org/wiki/Rangpur,_Bangladesh