রাজউক উত্তরা মডেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি | RAJUK Uttara Model School And College Job Circular

  • RAJUK Uttara Model School And College Job Circular, RAJUK Uttara Model School And College Job Circular

    রাজউক উত্তরা মডেল কলেজ নিম্নলিখিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করেছে।

    পদের নাম:

    প্রভাষক: বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন, গণিত, ব্যবস্থাপনা, ফিন্যান্সব্যাংকিং ও বীমা, পৌরনীতি

    ২। দরখাস্তে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, ধর্ম, জন্ম তারিখ, জাতীয়তা, ১৭/০৪/২০২৫ ইং তারিখে বয়স, শিক্ষাগত যোগ্যতার বিবরণ, অভিজ্ঞতা ও ফোন/সেলফোন নম্বর উল্লেখ থাকতে হবে।

    ৩। দরখাস্তের সাথে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র, চারিত্রিক সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ এর বরাবরে ১০০০/- (এক হাজার) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে অর্ডারসহ আবেদনপত্র আগামী ১৭/০৪/২০২৫ ইং তারিখ বিকাল ১৭০০ ঘটিকার মধ্যে অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ, সেক্টর-৬, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ এই ঠিকানায় পৌঁছাতে হবে (আবেদন পত্রে মোবাইল নাম্বার এবং খামের উপরে পদের নাম লিখতে হবে)। ইংরেজিতে পাঠদানে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

    ৪। আবেদনকারীর নামে কোন আদালতে মামলা নেই এ মর্মে স্থানীয় চেয়ারম্যান/পৌর মেয়র/কাউন্সিলরের নিকট হতে প্রত্যায়নপত্র আবেদন পত্রের সাথে জমা দিতে হবে। প্রার্থীদের নম্রতা, ভদ্রতা ও কাজের প্রতি শ্রদ্ধাশীল এবং কর্তৃপক্ষের প্রতি আনুগত্য থাকতে হবে।

    ৫ । কোন দরখাস্ত বাতিল করাসহ যে কোন ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

    RAJUK Uttara Model School And College Job Circular

     

    RAJUK Uttara Model School and College (RUMC) is one of the most prestigious educational institutions in Dhaka, Bangladesh. Located in the planned township of Uttara, it was established in 1994 by the RAJUK (Rajdhani Unnayan Kartripakkha) to provide quality education in a structured, modern environment. The school is known for its strong academic performance, excellent infrastructure, and holistic development of students.

    Key Features of RAJUK Uttara Model School and College:

    • Academic Excellence: RUMC offers education from primary to higher secondary (HSC) levels, following the national curriculum of Bangladesh. The school has consistently produced excellent results in public exams like PEC, JSC, SSC, and HSC. It is known for its rigorous academic standards and competitive environment.

    • Curriculum: The school offers education in both Bangla and English versions, allowing students to choose the medium of instruction. It emphasizes a broad-based curriculum that includes science, humanities, and business studies.

    • Campus and Facilities: RUMC boasts a large, well-maintained campus with modern facilities, including:

      • Smart classrooms
      • Well-equipped science and computer laboratories
      • A library with a wide range of books and resources
      • Sports facilities for football, cricket, basketball, and more
      • Extracurricular spaces for activities like debating, cultural programs, and science fairs
    • Extracurricular Activities: The institution encourages students to participate in co-curricular and extracurricular activities, including sports, debates, cultural programs, and academic competitions, ensuring a well-rounded development for students.

    • Admission: Admission to RUMC is highly competitive, particularly in the higher secondary section. Students are selected based on entrance examinations and academic performance.

    • Reputation: RUMC is regarded as one of the top schools in Dhaka, consistently achieving high rankings in public examinations and university entrance tests. It is popular among parents for its strict discipline, focus on academic excellence, and vibrant student community

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group