Job Circular At Office Of The District Commissioner Barisal | জেলা প্রসাশকের কার্যালয় বরিশাল এ নিয়োগ বিজ্ঞপ্তি

  • এই সার্কুলারের আবেদনের সময় শেষ হয়ে গিয়েছে, নতুন চাকরির খবর গুলো দেখতে ক্লিক করুন

    Barisal District Commissioner office jobs, Barisal District Commissioner office jobs news

    চাকরির বর্ণনাঃ

    জেলা প্রশাসকের কার্যালয়, বরিশাল -এ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে বিভিন্ন পদে নিয়োগের জন্য বরিশাল জেলার স্থায়ী বাসিন্দাদের থেকে দরখাস্ত আহ্বান করেছে।

    পদ সমুহঃ

    ১) পদের নাম: ইউনিয়ন পরিষদ সচিব,

    আবেদন করার প্রক্রিয়াঃ

    আবেদনের সময়সীমা: : ২৬/০১/২০২২ ইং তারিখ পর্যন্ত।

    বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

    Barisal DC Office Job Circular

    Barisal DC Office Job Circular

    বরিশাল জেলার উত্তরে চাঁদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলা; দক্ষিণে ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী জেলা; পূর্বে লক্ষ্মীপুর জেলা ও মেঘনা নদী এবং পশ্চিমে পিরোজপুর, ঝালকাঠি ও গোপালগঞ্জ জেলা অবস্থিত।

    ‘ধান- নদী -খাল এই তিনে বরিশাল’ খ্যাত বরিশাল বিভাগের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। দক্ষিণ-পূর্ব বাংলায় মুসলিম আধিপত্য বিস্তার কালে রাজা দনুজমর্দন কর্তৃক ‘চন্দ্রদ্বীপ’ নামে এ স্বাধীন রাজ্যটি প্রতিষ্ঠিত হয়। চতুর্দশ শতাব্দী পর্যন্ত এ অঞ্চল চন্দ্রদ্বীপ নামে প্রসিদ্ধি লাভ করে। এ রাজ্য প্রতিষ্ঠার পূর্বে এ অঞ্চল ‘বাকলা’ নামে পরিচিত ছিল। ‘বাকলা’ অর্থ শস্য ব্যবসায়ী যা আরবী শব্দ থেকে আগত। জনৈক ড. কানুনগো নামীয় এক ব্যক্তি বাকলা বন্দর নির্মাণ করেন। এ সামুদ্রিক বন্দরে আরব ও পারস্যের বণিকরা বাণিজ্য করতে আসতেন। অতি প্রাচীন বৈদেশিক মানচিত্রে বাকলা-চন্দ্রদ্বীপ নাম বড় অক্ষরে অঙ্কিত দেখা যায়। ১৭৯৬ খ্রিস্টাব্দ পর্যন্ত এ জেলা বাকলা-চন্দ্রদ্বীপ নামে পরিচিত ছিল। ১৭৯৭ খ্রিস্টাব্দে ঢাকা জেলার দক্ষিণাঞ্চল নিয়ে বাকেরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয়। ১৮০১ সালে জেলার সদর দপ্তর বাকেরগঞ্জ জেলাকে বরিশালে (গিরদে বন্দর) স্থানান্তরিত করা হয়। ১৮১২ সালে এ জেলায় ১৫টি থানা ছিল।

     

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group