নালন্দা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি | Job circular at Nalonda High School

  • Nalonda High School Job Circular, Nalonda High School Job

    চাকরির বর্ণনাঃ

    নালন্দা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।

    পদ সমুহঃ

    • সহকারী শিক্ষক, বাংলা
    • সহকারী শিক্ষক, গণিত
    • সহকারী শিক্ষক, রসায়ন
    • সহকারী শিক্ষক, ইংরেজি
    • সহকারী শিক্ষক, পদার্থ বিজ্ঞান
    • সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান
    • বিজ্ঞানাগার সহকারী
    • কর্ম সহকারী

    আবেদন করার প্রক্রিয়াঃ

    আবেদনের শেষ তারিখ: 20 Jan 2025 ইং 

    বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

    Job circular at Nalonda High School

    শিশুদের সামূহিক বিকাশকেন্দ্র নালন্দা। নালন্দার লক্ষ্য শিশুচিত্তে উদ্ভাবন-মনস্কতা ও বিচারবোধ উস্কে দেওয়া, শিশুর গ্রহণ ও ধারণক্ষমতা বৃদ্ধি, নির্দ্বিধায় নিঃসংকোচে প্রশ্ন করার পরিসর সৃষ্টির মাধ্যমে তার আগ্রহকে সদাজাগ্রত রাখা। শিশুর আগ্রহ ছোটে আনন্দের দিকে। নালন্দার সকল দায়িত্বপ্রাপ্ত মানুষ শিশুদের অনুক্ষণ আনন্দের উৎস ও সঙ্গী। পৃথিবীর বিভিন্ন দেশের প্রচলিত শিক্ষা পদ্ধতি থেকে মানবিক, প্রকৃতিবান্ধব এবং বৈজ্ঞানিক দিকগুলো পর্যালোচনা করে, বাঙালি ও বিশ্বসংস্কৃতির অন্তরঙ্গ সম্মিলন ঘটিয়ে পাঠক্রম ও শিক্ষা পদ্ধতি নির্ধারণ ও অনুসরণের চেষ্টা চলছে নালন্দায়।

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group