Ministry of Religious Affairs Job circular | ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

  • Ministry of Religious Affairs Job circular, Ministry of Religious Affairs Job circular 2025

    ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন নিয়োগ দেওয়া হবে। নির্ধারিত জেলার প্রার্থীরা পদগুলোতে আবেদন করতে পারবেন।

    পদ: নিচের বিজ্ঞপ্তিটি দেখুন

    • পেশ ইমাম
    • মুয়াজ্জিন
    • খাদিম
    • নিরাপত্তা প্রহরী

    আবেদনের ঠিকানা: যুগ্মসচিব (প্রশাসন), ধর্ম বিষয়ক মন্ত্রনালয়, ভবন নং-৬, কক্ষ নং-১৫২০, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
    আবেদনের শেষ তারিখ: ২৩/০২/২০২৫ ইং

    বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

    Ministry of Religious Affairs Job circular

    The Ministry of Religious Affairs is the ministry responsible for religious events, buildings, and Hajj in Bangladesh.

    The ministry is responsible for the management of Hajj and Umrah in Bangladesh.Biswa Ijtema is also managed by the ministry. The ministry gained some attention after using Arabic script to discourage public urination; since few Bangladeshis understand Arabic, anything written in Arabic is presumed to be sacred and not to be urinated on।

    The ministry has faced allegation of corruption in Hajj management.

    reference: WIKI

    বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ধর্ম বিষয়ক কার্যক্রম প্রথমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে শুরু হয়। অতঃপর এ মন্ত্রণালয়ের ক্রীড়া, সংস্কৃতি ও ধর্ম মন্ত্রণালয়ের আওতাভুক্ত ছিল। ২৫ জানুয়ারি, ১৯৮০ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (Ministry of Religious Affairs)  একটি পৃথক মন্ত্রণালয় হিসেবে যাত্রা শুরু করে। বিগত ৮ মার্চ, ১৯৮৪ সালে মন্ত্রণালয়টির নামকরণ করা হয় Ministry of Religious Affairs and Endowment. পরবর্তীতে ১৪ জানুয়ারি, ১৯৮৫ তারিখে উক্ত নাম পরিবর্তন করে পুনরায় মন্ত্রণালয়ের নামকরণ করা হয় Ministry of Religious Affairs তথা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group