প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি | Job circular at Ministry of Primary and Mass Education

  • Ministry of Primary and Mass Education,

    চাকরির বর্ণনাঃ

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনবল নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের থেকে দরখাস্ত আহবান করেছে। শুধুমাত্র বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

    পদ সমুহঃ

    • কম্পিউটার অপারেটর
    • সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
    • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
    • ফটোকপি অপারেটর
    • অফিস সহায়ক

    আবেদন করার প্রক্রিয়াঃ

    আবেদনের শেষ তারিখ: আগ্রহী প্রার্থীরা আগামী ১৫/১১/২০২৩ ইং পর্যন্ত আবেদন করতে পারবেন

    বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

    Job circular at Ministry of Primary and Mass Education

     

     

    The Ministry of Primary and Mass is the ministry responsible for Primary and Mass education in Bangladesh. Secondary, vocational and tertiary educations is the responsibility of the Ministry of Education.

    রুপকল্প :

    মানসম্মত প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও জীবনব্যাপী শিক্ষা

    অভিলক্ষ্য :

    প্রাথমিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও গুণগতমান উন্নয়নের মাধ্যমে সবার জন্য প্রাথমিক ও জীবনব্যাপী শিক্ষা নিশ্চিতকরণ

    যোগাযোগ

    প্রশাসন আইসিটি
    অতিরিক্ত সচিব (প্রশাসন)

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
    বাংলাদেশ সচিবালয়, ঢাকা
    ফোনঃ +৮৮০-২-৯৫৪৬০৩৮
    ইমেইলঃ adlscyad@mopme.gov.bd

    সিস্টেম এনালিস্ট
    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
    বাংলাদেশ সচিবালয়, ঢাকা
    ফোনঃ +৮৮০-২-৯৫১৪৪৯০
    ইমেইলঃ sa@mopme.gov.bd

     

     

     

     

     

     

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনবল নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের থেকে দরখাস্ত আহবান করেছো

    প্রাথমিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও গুণগতমান উন্নয়নের মাধ্যমে সবার জন্য প্রাথমিক ও জীবনব্যাপী শিক্ষা নিশ্চিতকরণ

    এই প্রতিষ্ঠানটি ১৯৬৯ সনে জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি) হিসেবে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে ২ বৎসর মেয়াদি ইন্টারমিডিয়েট ইন এডুকেশন (আই এড) কোর্স পরিচালিত হয়। ময়মনসিংহ ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, ফেনী, রংপুর ও যশোরে অনুরূপ আরো পাঁচটি জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি) স্থাপিত হয়। মহান স্বাধীনতার পর ১৯৭২ সালে জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি)গুলো রূপান্তরিত হয়ে কলেজ অব এডুকেশন নামে যাত্রা  শুরু করে । উক্ত কলেজগুলোতে ৩ বছর মেয়াদি ব্যাচেলর অব আর্টস ইন এডুকেশন (বিএ ইন এডুকেশন) কোর্স চালু হয় । ১৯৭৮ সালে ঢাকাস্থ কলেজ অব এডুকেশনটি সরকারী কবি নজরুল কলেজ হিসেবে রূপান্তরিত হয়। অন্য চারটি কলেজ অব এডুকেশন (চট্টগ্রাম, ফেণি, রংপুর ও যশোর) টিচার্স ট্রেনিং কলেজে উন্নীত হয়। এছাড়া ১৯৭৮ সালে ময়মনসিংহস্থ কলেজ অব এডুকেশনটি “মৌলিক শিক্ষা একাডেমি” (Academy for Fundamental Education) নামে প্রতিষ্ঠিত হয়।  ১৯৮৫ সালে এর নামকরণ করা হয় ‘‘জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)” । ২০০৪ সালের ১ অক্টোবর থেকে একাডেমী স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে।

     

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group