Ispahani Public School and College Job circular

  • Ispahani Public School and College jobs, Ispahani Public School and College jobs News

    চাকরির বর্ণনাঃ

    ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম ও কুমিল্লা সেনানিবাস এ বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।

    পদ সমুহঃ

    • ড্রাইভার
    • প্রভাষক, যুক্তিবিদ্যা
    • পরিবহন সমন্বয়কারী
    • প্রশাসনিক সমন্বয়কারী
    • সহকারী শিক্ষক, গণিত
    • সহকারী শিক্ষক, ইংরেজি
    • কম্পিউটার ল্যাব অপারেটর
    • সহকারী শিক্ষক, জীববিজ্ঞান
    • সহকারী শিক্ষক, ইসলাম শিক্ষা
    • সহকারী শিক্ষক, কর্ম ও জীবনমুখী শিক্ষা
    • ট্রেড ইনস্ট্রাক্টর, প্রকৌশল অংকন ও ওয়ার্কশপ প্রাকটিস

    আবেদন করার প্রক্রিয়াঃ

    সকল পদে শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।

    ১। সকল পদে শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
    ২। সকল পদের বয়স সীমা অনুর্ধ্ব ৩৫ বছর তবে সমপদে অভিজ্ঞ প্রার্থীদের বয়স সীমা শিথিল যোগ্য।
    ৩। শিক্ষক পদে অভিজ্ঞতাসম্পন্ন, একাডেমিক শ্রেষ্ঠত্ব, পাবলিক বিশ^বিদ্যালয়ের আই.ই.আর গ্র্যাজুয়েট এবং সরকারী টিটিসি থেকে বি.এড/এম.এড ডিগ্রীধারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
    ৪। আগ্রহী প্রার্থীদের শিক্ষাগতযোগ্যতা ও অন্যান্য সকল সনদের সত্যায়িত ফটোকপি ও ২ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবিসহ স্বহস্তে লিখিত আবেদন পত্র (মোবাইল নম্বরসহ) অধ্যক্ষ, ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের অনুকূলে  জন্য ৫০০/-  টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফটসহ ১১/১২/২০২৪ ইং, তারিখের মধ্যে নি¤œ ঠিকানায় অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে।
    ৫। নির্বাচিত প্রার্থীদের জাতীয় বেতন স্কেলে (প্রতিষ্ঠান প্রদত্ত) বেতনসহ বাড়ী ভাড়া, অন্যান্য প্রচলিত সুবিধাদি, প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ইত্যাদি প্রদান করা হবে।
    ৬। সহকারী শিক্ষক বিজ্ঞানের ক্ষেত্রে প্রার্থীর ইংরেজি ভাষায় দক্ষতার মান ও ইংরেজি ভার্সনে পাঠদানে আত্মবিশ্বাসী/সক্ষমতা এবং আইসিটি দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচনা করা হবে।

    বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

    Ispahani Public School and College Job circular

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group