Infrastructure Development Company Limited Job circular
Infrastructure Development Company Limited Job circular, Infrastructure Development Company Limited Job
অর্থ-মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) দেশের অবকাঠামো উন্নয়ন এবং নবায়নযোগ্য শক্তি ও সাশ্রয়ী জ্বালানির ব্যবহার সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার এক যুগের মধ্যেই এটি অবকাঠামো উন্নয়ন ও নবায়নযোগ্য শক্তি কর্মস‚চি অর্থায়নের ক্ষেত্রে দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ইডকল ইতোমধ্যে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত ২,০০৭ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ প্রকল্প অর্থায়ন করেছে যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার শতকরা প্রায় ১১ ভাগ। প্রতিষ্ঠানটি তার সৌরবিদ্যুৎ কর্মস‚চির মাধ্যমে এ পর্যন্ত প্রায় ৪১ লক্ষ সোলার হোম সিস্টেম স্থাপন করেছে যার ফলে গ্রামাঞ্চলের প্রায় ২ কোটি জনসাধারণ বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন। অন্যান্য অবকাঠামো উন্নয়ন ও নবায়নযোগ্য শক্তি প্রকল্প যেমন সৌর সেচ পাম্প, সোলার মিনি-গ্রীড, সোলার রুফ-টপ, বায়োগ্যাস, উন্নত চুলা ইত্যাদি অর্থায়নেও এটি কাজ করছে।
এছাড়া, টি আর / কাবিটা কর্মসূচির আওতায় এ পর্যন্ত প্রায় ১২ লক্ষ সোলার হোম সিস্টেম, সোলার স্ট্রিট লাইট এবং সোলার এসি ও ডিসি সিস্টেম স্থাপন করা হয়েছে। টি আর / কাবিটা কর্মসূচির আওতায় স্থাপিত এই সকল সিস্টেমের কারিগরি ও আর্থিক বিষয়সমূহ যাচাই/নিরীক্ষণের জন্য জরুরি ভিত্তিতে বিভিন্ন পদে কিছু সংখ্যক উপযুক্ত লোক চুক্তি ভিত্তিক নিয়োগ করা হবে। উল্লেখ্য যে, এই পদে চাকুরির চুক্তির মেয়াদ টি আর/ কাবিটা কর্মসূচীর মেয়াদের সাথে সম্পর্কিত। অর্থাৎ, টি আর/কাবিটা কর্মসূচীর মেয়াদ বর্ধিত করণ সাপেক্ষে এই পদে চাকুরির মেয়াদ বর্ধিত করা হতে পারে। উক্ত পদের যোগ্যতা, দায়িত্ব-কর্তব্য এবং বেতন-ভাতাদি নিম্নরুপঃ
আগ্রহী প্রার্থীদের আগামী ০৯/০২/২০২৫ ইং তারিখের মধ্যে আবেদনপত্র পূরণরে জন্য অনুরোধ করা যাচ্ছে। শুধুমাত্র প্রাক-বাছাইকৃত প্রার্থীগণকেই লিখিত পরীক্ষা ও পরীক্ষা পরবর্তী সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হবে। নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিষয়াদি পরিবর্তন, পরিবর্ধন এবং নিয়োগ বিজ্ঞতি বাতিল করার ক্ষেত্রে সর্বোপরি ক্ষমতা ইডকল কতৃপক্ষ বহন করে।
- Manager, Technical
- Management Trainee Officer, Technical
- Sr. Officer, Renewable Energy Department
- Vice President & Unit Head, Green Climate Fund
Apply Online: https://idcol.org/home/vacancies
IDCOL
IDCOL’s stakeholders include the government, private sector, NGOs, multilateral institutions, academics and the people of Bangladesh at large. Government through its policies, donor agencies through their financial support and global experience, NGOs through their access to grassroots levels, private companies through their dynamism and academicians through their professionalism have contributed towards IDCOL’s success.
Website: https://idcol.org/
Address:
UTC Building, 16th Floor, 8 Panthapath, Kawran Bazar, Dhaka-1215, Bangladesh
Telephone: 9102171-8
Fax: +880-2-9102084
Email: contact@idcol.org
Infrastructure Development Company Limited was established on 14 May 1997 by the Government of Bangladesh. It also finances organizations who distribute solar panels in Bangladesh. The company was licensed by the Bangladesh Bank as a non-bank financial institution (NBFI) on 5 January 1998.
IDCOL is managed by a nine-member independent Board of Directors comprising five senior government officials, three representatives from the private sector and a full-time executive director and chief executive officer. Secretary/Senior Secretary of Economic Relations Division (ERD) under Ministry of Finance is the ex-officio chairman of the company. It has a small and multi-skilled work force comprising financial and market analysts, engineers, lawyers, IT experts, accountants and environmental and social safeguard specialists.
Reference: https://en.wikipedia.org/wiki/Infrastructure_Development_Company