হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি । Habiganj DC Office Job Circular
Habiganj DC Office Job Circular, Habiganj DC Office Job
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, শূণ্য পদে হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা হয়েছে।
পদের নাম:
- অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
আবেদনপত্র হবিগঞ্জ জেলার ওয়েবসাইট www.habiganj.gov.bd অথবা জেলা প্রশাসকের কার্যালয়ের সংস্থাপন শাখায় পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ০৬/০৩/২০২৫ ইং অফিস চলাকালীন সময় পর্যন্ত।
বিজ্ঞপ্তি:
সুফি সাধক হযরত শাহজালাল (রঃ) এর অনুসারী সৈয়দ নাছির উদ্দিন (রঃ) এর পূণ্যস্মৃতি বিজড়িত খোয়াই, করাঙ্গী সুতাং, বিজনা, রত্না প্রভৃতি নদী বিধৌত হবিগঞ্জ একটি ঐতিহাসিক জনপদের নাম । ঐতিহাসিক সুলতানসী হাবেলীর প্রতিষ্ঠাতা সৈয়দ সুলতানের অধঃস্তন পুরুষ সৈয়দ হেদায়েত উল্লাহর পুত্র সৈয়দ হবিব উল্লাহ খোয়াই নদীর তীরে একটি গঞ্জ বা বাজার প্রতিষ্ঠা করেন । তাঁর নামানুসারে হবিবগঞ্জ থেকে কালক্রমে তা হবিগঞ্জে পরিণত হয় । ইংরেজ শাসনামলে ১৮৬৭ সালে হবিগঞ্জকে মহকুমা ঘোষণা করা হয় এবং ১৮৭৮ সালে হবিগঞ্জ মহকুমা গঠনকরা হয় । আসাম প্রাদেশিক সরকারের ২৭৩ নং নোটিফিকেশনের মাধ্যমে ১৮৯৩সালের ০৭ এপ্রিল হবিগঞ্জ থানা গঠিত হয়। পরবর্তীতে ১৯৬০ সালে সার্কেল অফিসার (উন্নয়ন) এর অফিস স্থাপিত হয় এবং সর্বশেষ ১৯৮৪ সালের ০১ মার্চ ( ১৭ ফাল্গুন ১৩৯০ বাংলা) জেলায় উন্নীত হয় ।