Giasuddin Islamic Model School And College Job Circular । গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি
Giasuddin Islamic Model School And College Job Circular, Giasuddin Islamic Model School And College Job Circular
চাকরির বর্ণনাঃ
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজে নিন্মোক্ত পদে সরকারী বেতন স্কেলে উপ্ররযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগ করা হবে।
পদের নামঃ
- প্রধান শিক্ষক
- ল্যাংগুয়েজ শিক্ষক, আরবি
- ল্যাংগুয়েজ শিক্ষক, ইংরেজি
- পিয়ন
কাজের ধরনঃ
ফুল টাইম ।
বেতনঃ
জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারের বিধি মোতাবেক ।
শিক্ষাগত যোগ্যতাঃ
- প্রভাষক (বাংলা, ইংরেজি, আইসিটি, হিসাববিজ্ঞান, প্রাণিবিদ্যা, রসায়ন, উচ্চতর গণিত, পদার্থ, পরিসংখ্যান, পৌরনীতি ও সুশাসন, ফিন্যান্স ও ব্যাংকিং, অর্থনীতি) – সরকারের বিধি মোতাবেক ।
- সহকারী শিক্ষক (বাংলা, ইংরেজি, গণিত, শরীরচর্চা) – সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স ।
- কম্পিউটার অপারেটর কাম হিসাব সহকারী – নূন্যতম এইচ এস সি ও কম্পিউটার কার্যে অভিজ্ঞতা থাকতে হবে ।
- পিয়ন – অষ্টম শ্রেণী পাশ ।
- নিরাপত্তা প্রহরী – অষ্টম শ্রেণী পাশ ।
আবেদন করার প্রক্রিয়াঃ
আগ্রহী প্রার্থীদের আগামী 6 Apr 2024 তারিখের মধ্যে সদ্যতোলা দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবিসহ শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব সনদপত্র (সত্যায়িত) এবং মোবাইল নাম্বারসহ আবেদনপত্র নিম্নোক্ত ঠিকানায় প্রেরণ করতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।
ঠিকানাঃ অধ্যক্ষ, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ, ওয়ার্ড নম্বর – ০১, রোড নম্বর – ০২, হিরাঝিল আবাসিক এলাকা, ডাকঘরঃ সানারপাড়, থানাঃ সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ।
আবেদন করার শেষ তারিখঃ ০৩/০২/২০২৪ ইং ।
বিস্তারিত এই বিজ্ঞপ্তিতে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)
Giasuddin Islamic Model College is an educational institution located in Narayanganj, Dhaka, Bangladesh. Specifically, it is situated on Chittagong Road (South) in Hirajheel, at Road No: 2, Shiddhirganj, with the postal code 1430.
Narayanganj is a well-known district close to Dhaka, and the area of Shiddhirganj is primarily recognized for its residential, industrial, and commercial establishments. The college offers education in line with Islamic values, aiming to provide both academic and religious teachings to its students.