Dr. MR Khan Shishu Hospital And Institute Of Child Health Job Circular
MR Khan Shishu Hospital And Institute Of Child Health, MR Khan Shishu Hospital And Institute Of Child Health 2025
চাকরির বর্ণনাঃ
ডাঃ এম আর খান শিশু হসপিটাল এন্ড ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ এর নিন্মবর্ণিত পদ সমূহে নিয়োগের জন্য আগ্রহী যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ।
পদের নাম এবং সংখ্যাঃ
মেডিকেল অফিসার (পেডিঃ মেডিসিন) – চুক্তিভিত্তিক ।
সিনিয়র ষ্টাফ নার্স ।
কাজের ধরনঃ ফুল টাইম ।
বেতনঃ বেতন ও অন্যন্য সুবিধাদি হাসপাতালের বিধি অনুসারে প্রদান করা হবে ।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
মেডিকেল অফিসার (পেডিঃ মেডিসিন) – বি এম ডি সি স্বীকৃত এম বি বি এস বা সমমান এবং যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পেডিয়াট্রিক মেডিসিনে ১ বছরের কাজের অভিজ্ঞতা অথবা এফ সি পি এস পার্ট – ১ পাশ করা থাকতে হবে । বি সি পি এস কর্তৃক মেডিসিন ও সার্জারীতে এফ সি পি এস পার্ট – ১ এর জন্য ০৪ বৎসরের প্রশিক্ষণ স্বীকৃত ।
সিনিয়র ষ্টাফ নার্স – বি এস সি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী (নার্সিং কাউন্সিল কর্তৃক অনুমোদিত) ।
আবেদন করার প্রক্রিয়াঃ
০১ কপি ছবি প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় ১০/০৬/২০১৮ ইং তারিখ বেলা ২ ঘটিকা । সাক্ষাৎকারের সময় ও তারিখ পরবর্তীতে জানানো হবে ।
ঠিকানাঃ ডাঃ এম আর খান শিশু হসপিটাল এন্ড ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ,
৬/২, বড়বাগ, সেকশন – ২, মিরপুর, ঢাকা – ১২১৬ ।
আবেদন করার শেষ তারিখঃ ১০ জুন ২০১৮ ইং ।
বিস্তারিত এই বিজ্ঞপ্তিতে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)
Dr. M.R. Khan Shishu Hospital & Institute of Child Health
is a well-known pediatric hospital and research institute based in Dhaka, Bangladesh. It was established by Professor Dr. M.R. Khan, a highly respected pediatrician and one of the pioneers of child health care in Bangladesh. The hospital focuses on providing specialized medical care for children, with services ranging from outpatient to inpatient treatments, including advanced pediatric surgery, intensive care, and neonatal care.
The hospital is recognized for:
- Specialized Child Health Services: It offers a wide range of pediatric services, such as treatment for general pediatric illnesses, vaccinations, and neonatal care.
- Advanced Pediatric Surgery: The hospital has facilities for performing complex surgeries on infants and children.
- Neonatal Intensive Care Unit (NICU): Equipped with modern technology, the NICU provides critical care to newborns with life-threatening conditions.
- Educational and Training Programs: The institute also serves as a center for pediatric research and provides training for healthcare professionals specializing in child health