• প্রথম পাতা / শিক্ষক নিয়োগ

    Posted on November 26, 2024 at 12:00 pm
    Total 43582 Views

    সংবাদটি শেয়ার করুন,

    ফন্ট সাইজ পরিবর্তন,

       
  • Civil Aviation School and College Job Circular

  • Civil Aviation School and College Job Circular, Civil Aviation School and College Job Circular 2024

    চাকরির বর্ণনাঃ

    সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুর্মিটোলা এ বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।

    পদ সমুহঃ

    • সহকারী শিক্ষক, বাংলা (ইংরেজি ভার্সন)
    • সহকারী শিক্ষক, গণিত (ইংরেজি ভার্সন)
    • সহকারী শিক্ষক, ইংরেজি (ইংরেজি ভার্সন)
    • সহকারী শিক্ষক, প্রাক-প্রাথমিক (ইংরেজি ভার্সন)
    • সহকারী শিক্ষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ইংরেজি ভার্সন)
    • সহকারী শিক্ষক, বাংলা (বাংলা ভার্সন)
    • সহকারী শিক্ষক, গণিত (বাংলা ভার্সন)
    • সহকারী শিক্ষক, রসায়ন (বাংলা ভার্সন)
    • সহকারী শিক্ষক, ইংরেজি (বাংলা ভার্সন)
    • সহকারী শিক্ষক, অর্থনীতি (বাংলা ভার্সন)
    • সহকারী শিক্ষক, পদার্থ বিজ্ঞান (বাংলা ভার্সন)
    • সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা (বাংলা ভার্সন)
    • সহকারী শিক্ষক, সাধারণ বিজ্ঞান (বাংলা ভার্সন)
    • সহকারী শিক্ষক, ভূগোল ও পরিবেশ (বাংলা ভার্সন)
    • সহকারী শিক্ষক, শারীরিক শিক্ষা (পুরুষ, বাংলা ভার্সন)
    • সহকারী শিক্ষক, শারীরিক শিক্ষা (মহিলা, বাংলা ভার্সন)
    • সহকারী শিক্ষক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় (বাংলা ভার্সন)
    • সহকারী শিক্ষক, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা (বাংলা ভার্সন)
    • সহকারী শিক্ষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বাংলা ভার্সন)
    • সহকারী শিক্ষক, ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা (বাংলা ভার্সন)
    • এডমিন সুপারভাইজার
    • আয়া (ডে-কেয়ার সেন্টার)
    • আয়া (প্রাক-প্রাথমিক)
    • ৪র্থ শ্রেণীর কর্মচারী
    • পরিচ্ছন্নতা কর্মী
    • নিরাপত্তা প্রহরী
    • মালী

    আবেদন করার প্রক্রিয়াঃ

    ২। অন্যান্য যোগ্যতা: প্রত্যেক পদে সর্বোচ্চ বয়স ৩৫ বছর হতে হবে। প্রভাষক ও সহকারী শিক্ষক পদে সমগ্র শিক্ষা জীবনে কমপক্ষে ০২ টি (দুইটি) স্তরে ১ম শ্রেণি/বিভাগ/সমমান থাকতে হবে এবং কোন স্তরে ৩য় শ্রেণি/বিভাগ/সমমান গ্রহণযোগ্য হবে না।

    ৩। অন্যান্য সুবিধাদি: বিধি মোতাবেক বাড়িভাড়া, চিকিৎসা ভাতা এবং চাকুরি স্থায়ীকরণ সাপেক্ষে পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী প্রদান করা হবে।

    ৪। আবেদনের তারিখ: ০৮/১২/২০২৪ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত (অন-লাইনের মাধ্যমে)।

    ৫। আবেদনের নিয়মাবলি: প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় প্রার্থীর প্রয়োজনীয় তথ্য সহ রঙিন ছবি ও স্বাক্ষরের স্ক্যানকপি নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। আবেদনের ঠিকানা ওয়েবসাইট (www.casc.edu.bd অথবা https://cascjobs.apply.ac) এ আবেদন ফরম পাওয়া যাবে। আবেদন ফি অনলাইন চার্জ সহ প্রভাষক পদের জন্য ৬৫০/-টাকা, সহকারী শিক্ষক (মাধ্যমিক শাখা) পদের জন্য ৫৫০/-টাকা এবং অফিস সহকারী (আইসিটি), অফিস সহকারী ও পরিচ্ছন্নতা কর্মী পদের জন্য ৩৫০/-টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে (বিকাশ চার্জ প্রযোজ্য)। বিস্তারিত তথ্য অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে।

    ৬। পরীক্ষা পদ্ধতি: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান/দাপ্তরিক দক্ষতা যাচাই এবং মৌখিক পরীক্ষার বিষয়ে এসএমএস করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।

    ৭। প্রবেশপত্র: প্রবেশপত্র প্রাপ্তির জন্য আবেদনকারীকে যথাসময়ে মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং www.casc.edu.bd অথবা https://cascjobs.apply.ac লিংকের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। Online আবেদনে আবেদনকারীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, ঝগঝ পড়া ও প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করা বাঞ্ছনীয়।

    ৮। শর্তাবলি: চাকুরীতে যোগদানের এক বছরের মধ্যে স্বেচ্ছায় চাকুরী হতে অব্যাহতি নেওয়া যাবে না। প্রার্থীদেরকে উল্লেখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যেকোন আবেদনপত্র বাতিল এবং নিয়োগ কার্যক্রম পরিবর্তন, সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। যে কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

    Civil Aviation School and College Job Circular

     

    Civil Aviation High School is a modern standard school established on 3 (three) acres of land in a pleasant and secluded environment in the Civil Aviation residential area adjacent to the International Airport. Established in 1986, the school is known as Civil Aviation High School under the overall supervision of the Civil Aviation Authority. The school is located in a large area of ​​a shady mango orchard known as Chowdhury Bagh, adjacent to the neighboring village of Kawla. Adjacent to the VIP road, the school is just a 2-minute walk from the Kawla bus stand to the Civil Aviation Staff Quarters on a winding road. Initially, officials of the Civil Aviation Authority,Although a two-storey building was constructed on the land allotted in the name of the school for the education of the children of the employees, the residents of the nearby area have already completed the construction of a separate four-storey college building with three floors.Wing Commander Md. Moniruzzaman, PSC , has joined the Bangladesh Air Force on deputation and is acting as the Principal of this educational institution. At present the total number of students in the school is about 2500.

     

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group
  • এই বিভাগের আরো চাকরি সমূহ

  • Themes Designed & Developed By MD Jakir Hosen. Facebook