Chittagong DC Office Job Circular | চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় এ নিয়োগ
Chittagong DC Office Job Circular, Chittagong DC Office Job Circular 2024
চাকরির বর্ণনাঃ
চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় এ বিভিন্ন পদে অস্থায়ীভাবে নিয়োগের জন্য জেলার স্থায়ী বাসিন্দাদের থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করেছে।
পদ সমুহঃ
- ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা
আবেদন করার প্রক্রিয়াঃ
আগ্রহী প্রার্থীকে নির্ধারিত চাকরির ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। তাছাড়া চট্টগ্রাম জেলার ওয়েবসাইট www.chittagong.gov.bd থেকেও ডাউনলোড করা যাবে।
আবেদনের সময়সীমা: 12 July 2024 ইং তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত।
বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)
চট্টগ্রাম জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পাহাড়, সমুদ্র, উপত্যকা, বন-বনানীর কারণে চট্টগ্রামের মতো ভৌগোলিক বৈচিত্র বাংলাদেশের আর কোন জেলার নেই।
ভৌগোলিক সীমানা : চট্টগ্রাম জেলার উত্তরে ফেনী জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে কক্সবাজার জেলা, পূর্ব দিকে বান্দরবান, রাঙামাটি, ও খাগড়াছড়ি জেলা, এবং পশ্চিমে নোয়াখালী জেলা এবং বঙ্গোপসাগর অবস্থিত। এছাড়া দ্বীপাঞ্চল সন্দ্বীপ চট্টগ্রামের অংশ।
সীতাকুন্ড এলাকায় পাওয়া প্রস্তরীভূত অস্ত্র এবং বিভিন্ন মানবসৃষ্ট প্রস্তর খন্ড থেকে ধারণা করা হয় যে, এ অঞ্চলে নব্যপ্রস্তর যুগে অস্ট্রো-এশিয়াটিক জনগোষ্ঠীরবসবাস ছিল। তবে, অচিরে মঙ্গোলদের দ্বারা তারা বিতাড়িত হয় (হাজার বছরের চট্টগ্রাম, পৃ২৩)। লিখিত ইতিহাসে সম্ভবত প্রথম উল্লেখ গ্রিক ভৌগোলিক প্লিনির লিখিত পেরিপ্লাস। সেখানে ক্রিস নামে যে স্থানের বর্ণনা রয়েছে ঐতিহাসিক নলিনীকান্ত ভট্টশালীর মতে সেটি বর্তমানের সন্দীপ। ঐতিহাসিক ল্যাসেনের ধারণা সেখানে উল্লিখিত পেন্টাপোলিশ আসলে চট্টগ্রামেরই আদিনাম। মৌর্য সাম্রাজ্যের সঙ্গে যোগাযোগের বিষয়টি নিশ্চিত নয় তবে পূর্ব নোয়াখালির শিলুয়াতে মৌর্য যুগেরব্রাহ্মী লিপিতে একটি মূর্তির পাদলিপি পাওয়া গেছে। তিব্বতের বৌদ্ধ ঐতিহাসিক লামা তারানাথের একটি গ্রন্থে চন্দ্রবংশের শাসনামলের কথা দেখা যায় যার রাজধানী ছিল চট্টগ্রাম। এর উল্লেখ আরাকানের সিথাং মন্দিরের শিলালিপিতেও আছে। তারানাথের গ্রন্থে দশম শতকে গোপীনাথ চন্দ্র নামের রাজার কথা রয়েছে (বাংলাপিডিয়া, খন্ড ৩, পৃ২৭৬)। সে সময় আরবীয় বনিকদের চট্টগ্রামে আগমন ঘটে। আরব ভৌগলিকদের বর্ণনার ‘সমুন্দর’ নামের বন্দরটি যে আসলে চট্টগ্রাম বন্দর তা নিয়ে এখন ঐতিহাসিকরা মোটামুটি নিশ্চিত (হাজার বছরের চট্টগ্রাম, পৃ২৩)। সে সময় পালবংশের রাজা ছিলেন ধর্মপাল। পাল বংশের পর এ অঞ্চলে একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের সৃষ্টি হয়।
Chittagong District, officially known as Chattogram District, is a district located in the south-eastern region of Bangladesh. It is a part of the Chittagong Division. The port city of Chittagong, second largest city in Bangladesh, is located in this district.
Because of the natural harbour, Chittagong had been an important location for trade, drawing Arab traders as early as the 9th century CE. The region fell under the rule of kings from Arakan in the 16th and 17th centuries, but later, the Mughal Army under Shaista Khan conquered Chittagong. During the 17th century, the region also faced a lot of attacks by Portuguese pirates. The Mughals established Chittagong as a district in 1666.Chittagong is the 2nd largest district in Bangladesh. The very ancient and 1st district of chittagong in Bangladesh. On behalf of population density Chittagong district is 2nd largest after Dhaka district. So, it is say that Chattogram district always hold the ranking position in Bangladesh. The Chittagong Hill Tracts were separated from Chittagong in 1860.In 1947, Chittagong came under Pakistan and became part a district of East Pakistan. Port of Chittagong was a big spot for exports and imports of Pakistan. After the liberation of Bangladesh, Cox’s Bazar District was separated in 1984.
Reference: https://en.wikipedia.org/wiki/Chittagong_District
Chattogram district is an administrative zone of Chittagong division of south-eastern Bangladesh. No other districts of Bangladesh has so much geographical variation like Chattogram because of the hills, the sea, the valleys and the forests.
Geographical location: Chattogram is located in between 20o35′ and 22o59′ north latitude and in between 91o27′ and 92o22′ east longitudes.
Geographical boundaries: Chattogram is bounded by Feni district and Tripura State of India to the north, Cox’s Bazar district to the south, Bandarban, Rangamati and Khagrachari districts to the east, Noakhali district and Bay of Bengal to the west. Besides, the island Sandwip is part of Chittagong.
Website: http://www.chittagong.gov.bd/