বাংলাদেশ পুলিশে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Police Job Circular
Bangladesh Police Job Circular, Bangladesh Police Job Circular 2025
বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসএসসিতে জিপিএ ২.৫ হলেই আবেদন করা যাবে। আগামী ৩ মার্চ থেকে আবেদন শুরু হবে।
আবেদনের যোগ্যতা
আগ্রহী প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম জিপিএ-২.৫ থাকতে হবে। আবেদনের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। ২০২৫ সালের ১৮ মার্চ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।
শারীরিক যোগ্যতা
মেধা কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। নারী প্রার্থীর উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে।
মেধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটার ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি। দৃষ্টিশক্তি ৬/৬।
আবেদন ফি
আবেদন ফরম পূরণ করার পর যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। ওই ইউজার আইডিতে আবেদন ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ৪০ টাকা জমা করতে হবে।
আবেদনের সময়সীমা: ৩ থেকে ১৮ মার্চ ২০২৫।
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটে আবেদন ফরম পূরণের সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।
পদ সমুহঃ
- কম্পিউটার অপারেটর
- সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর
- দপ্তরী
আবেদন করার প্রক্রিয়াঃ
আবেদনের শেষ তারিখ: ২৪/০২/২০২৫ ইং
বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)
The Bangladesh Police is the law enforcement agency responsible for maintaining public order, enforcing laws, preventing and investigating crimes, and protecting the citizens of Bangladesh. It operates under the Ministry of Home Affairs, and its core function is to ensure the safety and security of individuals and properties within the country.
Key Points about Bangladesh Police:
-
Structure:
- Bangladesh Police is divided into several branches and units, including:
- Criminal Investigation Department (CID): Specializes in criminal investigations.
- Special Branch (SB): Focuses on intelligence gathering and security.
- Rapid Action Battalion (RAB): A specialized counter-terrorism and anti-crime force.
- Traffic Police: Handles traffic management and road safety.
- Tourist Police: Ensures the safety and security of tourists in the country.
- Bangladesh Police is divided into several branches and units, including:
-
Ranks and Officers: The police have a hierarchical structure with ranks ranging from constables to senior officers such as the Inspector General of Police (IGP), who heads the entire police force.
-
Role and Responsibilities:
- Crime Prevention: Bangladesh Police focuses on preventing crimes through patrols, intelligence, and community engagement.
- Law Enforcement: They enforce laws related to public safety, property rights, and criminal offenses.
- Investigation: Investigating crimes such as theft, assault, terrorism, and other violations of law.
- Traffic Control: Managing traffic, enforcing traffic laws, and preventing accidents.
-
Public Service:
- They maintain a visible presence in public areas to deter criminal activity and reassure citizens.
- The National Emergency Service (999) is an emergency helpline that connects people with the police in urgent situations.
-
Training: Police personnel undergo rigorous training in various aspects of law enforcement, including physical fitness, legal education, crisis management, and human rights.
-
Public Perception: The police force has faced criticism over time for issues such as corruption, human rights violations, and misconduct. However, reform initiatives have been introduced to improve the quality of policing.
-
Modernization Efforts: The Bangladesh Police has been working on modernization through the use of technology, enhanced communication systems, and updated training programs to combat contemporary crimes, including cybercrime and terrorism.