বাংলাদেশ কোস্ট গার্ড এ নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Coast Guard Job Circular

  • Bangladesh Coast Guard Job Circular, Bangladesh Coast Guard Job

    চাকরির বর্ণনাঃ

    বাংলাদেশ কোস্ট গার্ডে নিম্নেলিখিত অসামরিক জনবল এর শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ।

    পদ সমুহঃ

    বাংলাদেশ কোস্টগার্ড অসামরিক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডে ১১টি ক্যাটাগরির পদে ২৬ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী শনিবারের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

    ১. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

    পদসংখ্যা: ১। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা; প্রতি মিনিটে সাঁটলিপিতে বাংলায় সর্বনিম্ন ৫০ ও ইংরেজিতে সর্বনিম্ন ৮০ শব্দ এবং কম্পিউটারে মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২৫ ও ইংরেজিতে সর্বনিম্ন ৩০ শব্দের গতিসম্পন্ন হতে হবে।

    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

    ২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

    পদসংখ্যা: ৪। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা; প্রতি মিনিটে সাঁটলিপিতে বাংলায় সর্বনিম্ন ৪৫ ও ইংরেজিতে সর্বনিম্ন ৭০ শব্দ এবং কম্পিউটারে মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২৫ ও ইংরেজিতে সর্বনিম্ন ৩০ শব্দের গতিসম্পন্ন হতে হবে।

    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

    ৩. পদের নাম: ইউডিএ/কম্পিউটার অপারেটর

    পদসংখ্যা: ২। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা; কম্পিউটারে মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২৫ ও ইংরেজিতে সর্বনিম্ন ৩০ শব্দের গতিসম্পন্ন হতে হবে।

    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

    ৪. পদের নাম: ধর্মীয় শিক্ষক

    পদসংখ্যা: ৫। যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ফাজিল পাস। সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের বাস্তব অভিজ্ঞতা। হাফেজ বা কারিদের অগ্রাধিকার দেওয়া হবে। সুললিত কণ্ঠের অধিকারী হতে হবে।

    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

    ৫. পদের নাম: অটোমেকানিক

    পদসংখ্যা: ৩। যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমান পাস। স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে এক বছর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণির ট্রেড কোর্স সনদপ্রাপ্ত।

    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

    ৬. পদের নাম: ড্রাইভার

    পদসংখ্যা: ৩। যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে।

    বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

    ৭। পদের নাম: ইলেক্ট্রিশিয়ান

    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    ৮. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

    পদসংখ্যা: ২। যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটারে মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ ও ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দের গতি থাকতে হবে।

    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    ৯. পদের নাম: অফিস সহায়ক

    পদসংখ্যা: ৩। যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

    আবেদন করার প্রক্রিয়াঃ

    আবেদন যেভাবে :আগ্রহী প্রার্থীদের এই http://bcg.teletalk.com.bd/ ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট বা বাংলাদেশ কোস্টগার্ড অধিদপ্তরের ওয়েবপোর্টালে থেকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর কল অথবা alljobs_query@teletalk.com.bd বা bcgcivilrecruit2023@gmail.com ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

    আবেদন ফি :অনলাইনে আবেদনের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৯ নম্বর পদের জন্য ২০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ১০ ও ১১ নম্বর পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

    আবেদনের সময়সীমা :১৮/০৫/২০২৫ ইং, বিকেল পাঁচটা পর্যন্ত।

    বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

    Bangladesh Coast Guard Job Circular

    The Bangladesh Coast Guard (BCG) is the nation’s maritime law enforcement agency, operating under the Ministry of Home Affairs. Established on February 14, 1995, through the Coast Guard Act of 1994, the BCG was created to address the increasing need for dedicated maritime policing, which had previously been managed by the Bangladesh Navy. Its primary mission is to safeguard Bangladesh’s extensive maritime interests, including its territorial waters and exclusive economic zone in the Bay of Bengal.

    Mission and Responsibilities

    The BCG’s core functions encompass:

    • Maritime law enforcement: Preventing piracy, illegal fishing, and smuggling.

    • Environmental protection: Controlling pollution and preserving marine biodiversity.

    • Resource management: Protecting fisheries and forest resources.

    • Search and rescue operations: Responding to maritime accidents and natural disasters.

    • Border security: Preventing illegal immigration and trafficking.

    • Support to national defense: Assisting the Bangladesh Navy during wartime.

    Organizational Structure

    Headquartered in Agargaon, Dhaka, the BCG operates four zonal commands: Dhaka, East, West, and South. The force comprises approximately 3,339 personnel and maintains a fleet of 257 vessels, including offshore and inshore patrol vessels, high-speed boats, and various support craft. The agency is led by Rear Admiral Md Ziaul Hoque, OSP, afwc, ndc, psc, who serves as the Director General.

    Modernization: Coast Guard Goal 2030

    To enhance its capabilities, the BCG has initiated the “Coast Guard Goal 2030” modernization program. This comprehensive plan aims to transform the BCG into a technologically advanced, three-dimensional force capable of effectively protecting Bangladesh’s maritime domain. The program includes:

    • Fleet expansion: Acquiring advanced vessels, including offshore patrol vessels (OPVs) and high-speed boats.

    • Aviation assets: Establishing an aviation wing with plans to procure helicopters for surveillance and rescue operations.

    • Surveillance technology: Implementing long-range identification and tracking systems, and vessel traffic management systems.

    • Infrastructure development: Upgrading training facilities and establishing digital communication links via Bangabandhu Satellite-1.

    In line with this vision, the BCG has recently commissioned several state-of-the-art vessels, including two inshore patrol vessels, two tugboats, and a floating crane, all equipped with modern surveillance and operational capabilities .​

    For more detailed information, you can visit the official website of the Bangladesh Coast Guard: coastguard.gov.bd.

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group