Bangladesh Agricultural Research Council Job Circular

  • Bangladesh Agricultural Research Council Job, Bangladesh Agricultural Research Council Job Circular

    চাকরির বর্ণনাঃ

    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এ নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।

    পদ সমুহঃ

    • অডিটর
    • প্রোগ্রামার
    • প্রধান সহকারী
    • পাম্প অপারেটর
    • ডেসপাস রাইডার
    • যানবাহন পরিদর্শক
    • টেলিফোন অপারেটর
    • ওয়ার্ড প্রসেসিং সহকারী
    • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
    • পিএ/ সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর

    আবেদন করার প্রক্রিয়াঃ

    আবেদনের শেষ তারিখ: 25 Apr 2024 ইং 

    বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)Bangladesh Agricultural Research Council

     

     

    কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল জাতীয় কৃষি গবেষণা সিস্টেমের সবোর্চ্চ প্রতিষ্ঠান। পরিকল্পনা ও সম্পদের সমন্বয় সাধনের মাধ্যমে জাতীয় কৃষি গবেষণা সক্ষমতা জোরদারকরণ বিএআরসির দায়িত্ব যা একই ছাতার নীচে দেশের সমগ্র কৃষি গবেষণা প্রয়াস সমন্বয় সাধন। এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় যেমন: কৃষি, বন ও পরিবেশ, মৎস্য ও প্রাণিসম্পদ, পল্লী উন্নয়ন, শিক্ষা, শিল্প, বানিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ইত্যাদির সমন্বিত কার্যক্রম যুক্ত হয়েছে।

    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ২০১২ সালের আইনের আওতায় একটি শক্তিশালী গভর্ণিং বডির নির্দেশনায় (NARS) -এর নীতি নির্ধারণী কর্মকান্ড পরিচালিত হয়। মাননীয় কৃষি মন্ত্রী উক্ত গভর্ণিং বডির চেয়ারম্যান। মাননীয় মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী এবং মাননীয় বন ও পরিবেশ মন্ত্রী কো-চেয়ারম্যান হিসাবে গভর্ণিং বডি পরিচালনা করে থাকে। তাছাড়া মাননীয় সংসদ সদস্য, সংশ্লিস্ষ্ট মন্ত্রণালয়ের সচিবগন, পরিকল্পনা কমিশনের কৃষি বিষয়ক সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রথিতযশা বিজ্ঞানীবৃন্দ এবং কৃষক প্রতিনিধি গভর্ণিং বডিতে সদস্য হিসাবে অর্ন্তভূক্ত আছেন। পরিচালনা পর্ষদ কর্তৃক নির্ধারিত কর্মকান্ড বাস্তবায়নের দায়িত্ব হলো বিএআরসি-র নির্বাহী চেয়ারম্যান এবং সংশ্লিস্ষ্ট বিভাগের সদস্য-পরিচালক ও পরিচালকবৃন্দের।

    The Bangladesh Agricultural Research Council (BARC) under the Ministry of Agriculture is at the apex of the national agricultural research system (NARS). It has the responsibility to strengthen the national agricultural research capability through planning and integration of resources. It is the umbrella under which the entire Bangladesh agricultural research effort is coordinated. This involved cooperative activities in several ministries of government: Agriculture, Forest and Environment, Fisheries and Livestock, Rural Development, Education, Industries, Commerce, Science and Technology, etc.

    Policies to guide BARC are made by a governing body which is headed by the Hon’ble Minister for Agricultural as its Chairman, with the Hon’ble Minister for Fisheries and Livestock and Hon’ble Minister for Environment and Forest as the co-chairman including Hon’ble Member of the Parliament, top officials of government ministries and research institutes, outstanding scientists, farmers representative as members. The implementation of the policies adopted by the governing body is the responsibility of the Executive Chairman of BARC and the Member-Directors and Directors of specific disciplines.

    Website: http://www.barc.gov.bd/

    Contact Address

    Bangladesh Agricultural Research Council
    Farmgate, Dhaka – 1215 Bangladesh

    Phone: +880-2-9135587, +880-2-9110842
    PABX: 9132215-18
    Fax: +880-2-9128061, +880-2-8110924
    Email: ec-barc@barc.gov.bd, info@barc.gov.bd

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group