বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি | Job circular at Banani Bidyaniketan School & College
Banani Bidyaniketan School And College Jobs, Banani Bidyaniketan School And College Jobs News
চাকরির বর্ণনাঃ
বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ এ বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।
পদ সমুহঃ
নিচের বিজ্ঞাপনটি দেখুন
আবেদন করার প্রক্রিয়াঃ
আবেদনের শেষ তারিখ: ০১/১১/২০২০ ইং
বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)
Banani Bidyaniketan was established in 1972 with just 197students in presence of formerEducation Minister Yousuf Ali,former chairman of DIT who donated 7.5 Bigha land, members of “Banani Nabarun Society”, former Member of Parliament Barrister Syed Kamrul Islam Mohommod Salehuddin and many intellectuals, Banani Bidyaniketan started its journey in 31st January, 1972 in an abandoned house of Mr. Osman, who was a Pakistani Citizen. Later on the school moved to its original campus and started its illustrious journey to the culmination of success. After decades of sacrifice, hard work and dedication the school reached a milestone and as recognition, Banani Bidyaniketan was awarded “The Best Institute in Dhaka City Corporation in the year 2001.
বনানী বিদ্যানিকেতন তার গেীরবময়তা ও ঐতিহ্যবাহী সুনামের সাথে ২০০১ সালেঢাকা মহানগরে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জাতীয় স্বীকৃত পায়। বর্তমানে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী প্রায় ৭ হাজার এবং শিক্ষক কর্মচারীর সংখ্যা প্রায় দেড়শত। অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোসজনক। প্রতিষ্ঠানের সুপরিসর খেলারমাঠ, উন্নত আয়েশা আমিন গ্রন্থাগার,শিক্ষক মিলনায়তন,কম্পিউটার ল্যাব,বিজ্ঞানাগার,ক্যান্টিন ও বুক স্টল রয়েছে। প্রতিষ্ঠানের অতীত ও বর্তমানের সু-সমন্বয় করে ছাত্র-ছাত্রী,শিক্ষক-শিক্ষিকা,কর্মচারী,অভিভাবক-অভিভাবিকা এবং সর্বোপরি দক্ষ গভর্নিং বডির সদস্যদের সহডোগিতায় সুষ্ঠ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য পরম করুনাময়ের নিকট প্রার্থনা করছি।