• প্রথম পাতা / শিক্ষক নিয়োগ

    Posted on July 1, 2024 at 12:00 pm
    Total 62306 Views

    সংবাদটি শেয়ার করুন,

    ফন্ট সাইজ পরিবর্তন,

       
  • Iqbal Siddiquee College Job Circular । ইকবাল সিদ্দিকী কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি

  • Iqbal Siddiquee College Job Circular, Iqbal Siddiquee College Job

    চাকরির বর্ণনাঃ

    ইকবাল সিদ্দিকী কলেজ বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।

    পদ সমুহঃ

    • সহকারী গ্রন্থাগারিক
    • প্রভাষক, পদার্থবিজ্ঞান
    • সহকারী শিক্ষক, বাংলা
    • সহকারী শিক্ষক, গণিত
    • সিকিউরিটি গার্ড (পুরুষ)
    • সহকারী শিক্ষক, বিজ্ঞান
    • সহকারী শিক্ষক, ইংরেজি
    • সহকারী শিক্ষক, শারীরিক শিক্ষা

    আবেদন করার প্রক্রিয়াঃ

    অধিকতর যোগ্য প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ এবং শিক্ষাসহায়ক কর্মকাণ্ডে দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। নিয়োগ স্থায়ী হওয়ার পর বাৎসরিক ইনক্রিমেন্ট, বোনাস, চিত্তবিনোদন ভাতা, টাইম স্কেল ইত্যাদি ভাতা পাওয়ার সুযোগ রয়েছে। আগ্রহী প্রার্থীদের সকল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট/ নম্বরপত্র, শিক্ষা-সহায়ক কর্মকাণ্ডের প্রমাণপত্র (যদি থাকে), জাতীয় পরিচয়পত্রের কপিসহ পদের নাম উল্লেখ করে সিভি (CV) ১৫/০৭/২০২৪ ইং তারিখের মধ্যে ই-মেইলে (iq.siddiquee@gmail.com) পাঠাতে অনুরোধ করা হলো। একাধিক পদ/ বিষয়ে পৃথকভাবে আবেদন করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানে এসেও সরাসরি আবেদন জমা দেওয়া যাবে। প্রয়োজনে: ০১৯২৯৯১৮৮০০, ০১৯২৯৯১৮৮১০.

    বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

    Iqbal Siddiquee College Job Circular

    Contact Info

    Rajendrapur,Gazipur Sadar,Gazipur

    Phone: 029201100

    Mobile: 01929918800

    Web: issc.edu.bd

     

    মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ তরুণ-তরুণীদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে আত্মপ্রত্যয় ও উচ্চশিক্ষা গ্রহনের মাধ্যমে স্বপ্ন পূরণের সেতু বন্ধন রচনায় যথাযথ ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে ‘ইকবাল সিদ্দিকী কলেজ’। অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি ২৯ বছরেরও বেশি সময় ধরে অত্যান্ত সুনামের সাথে পরিচালনা করছে শিশুদের জন্য অলাদা ধরনের স্কুল ‘কচি-কাঁচা একাডেমি’। পাশাপাশি ‘নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয়’ এলাকার স্বল্প আয়ের পরিবারের শিশুদের জন্য আবির্ভূত হয়েছে এক সুশীতল ছায়া হিসেবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের স্বীকৃতি নিয়ে পরিচালিত হচ্ছে ‘ইকবাল সিদ্দিকী হাই স্কুল’। এসব প্রতিষ্ঠান পরিচালনার অভিজ্ঞতায় ২০১৫ সনে প্রতিষ্ঠা করা হয়েছে ইকবাল সিদ্দিকী কলেজ। বর্তমানে কলেজের পাঠদান কার্যক্রম কচি-কাঁচা ক্যাম্পাসে পরিচালনা করা হলেও অচিরেই কলেজটি রাজেন্দ্রপুর চৌরাস্তায় নিজস্ব জমিতে স্থানান্তরিত হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভাল ফল করাই শুধু আমাদের লক্ষ্য নয়। কৈশোরের গ-ি পেরিয়ে তরুণ-তরুণীরা উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে নিজের জীবনকে সমৃদ্ধ করবে, বিকশিত করবে। অভিভাবকের মতো শুভার্থী হিসেবে তাদের পাশে দাঁড়ানোই আমাদের উদ্দেশ্য। সেজন্য আমাদের উদ্যমী শিক্ষকবৃন্দ ছাত্র-ছত্রীদেরকে শুধু পাঠ্যপুস্তকই পড়াবেন না, তাদেরকে ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যালসহ যে কোন বিশ^বিদ্যালয়ে ভর্তি হওয়ার উপযুক্ত হিসেবে গড়ে তোলার যথাসাধ্য চেষ্টা চালাবেন। চেষ্টা করবেন যেন মেধা, মনন ও প্রজ্ঞায় আমাদের সন্তানেরা সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

    Iqbal Siddiqui College has been established with the firm conviction of playing a proper role in building the bridge of fulfillment of dreams through self-confidence and higher education in building a bright future for the youth who have passed the secondary and equivalent examinations. The Iqbal Siddiqui Education Society, a government-approved non-profit voluntary organization, has been running the Kachi-Kacha Academy, a unique type of school for children, for over 30 years. Besides, ‘Nayanpur NS Adarsh ​​Vidyalaya’ has emerged as a cool shade for the children of low-income families in the area. ‘Iqbal Siddiqui High School’ is being run with the recognition of the Board of Secondary and Higher Education. Iqbal Siddiqui College was established in 2015 with the experience of managing these institutions. At present the teaching activities of the college are conducted on the school campus but soon the college will be shifted to its own land at Rajendrapur crossroads. Good results in high school exams Karai is not the only goal of our college. Our aim is to enrich the lives of the youth by enrolling them beyond the boundaries of adolescence and to enlighten them in the society. Therefore, our diligent teachers will not only teach textbooks to the students, but will do their best to make them suitable for admission in any university including engineering and medical. Try to develop our children as honest, competent and patriotic citizens with intellect, thinking and wisdom. We want to get you as a companion and sympathizer in our sincere efforts. It is also our intention to stand by them as benefactors in the implementation of the goals in the society. Therefore, our diligent teachers will not only teach textbooks to the students, but will do their best to make them suitable for admission in any university including engineering and medical. Try to develop our children as honest, competent and patriotic citizens with intellect, thinking and wisdom. We want to get you as a companion and sympathizer in our sincere efforts. It is also our intention to stand by them as benefactors in the implementation of the goals in the society. Therefore, our diligent teachers will not only teach textbooks to the students, but will do their best to make them suitable for admission in any university including engineering and medical. Try to develop our children as honest, competent and patriotic citizens with intellect, thinking and wisdom. We want to get you as a companion and sympathizer in our sincere efforts.

     

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group
  • এই বিভাগের আরো চাকরি সমূহ

  • Themes Designed & Developed By MD Jakir Hosen. Facebook