২০২৪ সালের হজযাত্রী নিবন্ধন বিজ্ঞপ্তি | Hajj Registration Notice

  • Hajj Registration Notice, Hajj Registration Notice

    Hajj registration for 2024 under government and private hajj management will be start from November 15, said the Ministry of Religious Affairs in a circular.

    The hajj fee is estimated at Tk 5,78,840.00 for general package while the special package will cost Tk 9.36,320.00 .

    সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৪ সালের হজ নিবন্ধন আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হবে বলে ধর্ম মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানিয়েছে।

    সাধারণ প্যাকেজের জন্য হজ ফি ধরা হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা এবং বিশেষ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

    সরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজে মক্কা ও মদিনায় বাড়ি/হোটেলে প্রতিরুমে সর্বোচ্চ ৬ সিট থাকবে। তবে মক্কায় ২ ও ৩ সিটের রুম সুবিধা গ্রহণ করা যাবে।

    সাধারণ প্যাকেজের হজযাত্রীগণ মিনায় ‘ডি’ ক্যাটাগরীর তাঁবুতে অবস্থান এবং মিনা-আরাফাহ মুখদালিফাহ-মিনায় ট্রেন/বাসে যাতায়াত করবেন।

    বাড়ি/হোটেল: মক্কায় মসজিদুল হারাম এর চত্বরের বহি:পান্ত হতে সর্বোচ্চ ২০০০ মিটার এবং মদিনায় মসজিদে নববী থেকে সর্বোচ্চ ১৫০০ মিটারের মধ্যে আবাসন।

    বিশেষ প্যাকেজে প্রতিক্রমে সর্বোচ্চ ৪ সিট থাকবে। তবে মক্কায় ২ ও ৩ সিটের রুম সুবিধা গ্রহণ করা যাবে।

    বিশেষ প্যাকেজের হজযাত্রীগণ মিনায় “এ” ক্যাটাগরীর তাঁবুতে অবস্থান করবেন। “এ” ক্যাটাগরীর তাঁবু ট্রেন জোনের বাহিরে বিধায় জহযাত্রীগণ মিনা-আরাফাহ মুযদালিফাহ-মিনায় বাসে যাতায়াত করবেন।

    বাড়ি/হোটেল: মক্কায় মসজিদুল হারাম এর চত্বরের বহি:প্রান্ত হতে সর্বোচ্চ ৭০০ মিটার ও মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন।

    সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের শর্তাবলী

    • হজ প্যাকেজ ২০২৪ www.mora.gov.bd এবং www.hajj.gov.bd হতে ডাউনলোড করা যাবে।
    • হজ প্যাকেজ ২০২৪ এবং নিবন্ধন ভাউচারের অপর পৃষ্ঠায় উল্লিখিত শর্তাবলীর সাথে একমত হলে নিবন্ধন করবেন।
    • নিবন্ধনের জন্য হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ ২০২৪ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে
    • নিবন্ধনের পূর্বে হজ প্যাকেজ অবহিত হয়ে নিবন্ধন করবেন, নিবন্ধনের পর প্যাকেজ পরিবর্তনের সুযোগ থাকবে না
    • নিবন্ধনের পর হজে যেতে অসমর্থ হলে ইতোমধ্যে ব্যয়িত অর্থ কর্তনের পর অবশিষ্ট অর্থ ফেরত প্রদান করা হবে
    • হজের খরচ কোন কারণে বৃদ্ধি পেলে তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং হজযাত্রীকে পরিশোধ করতে হবে সৌদি
    • আরবে হুইল চেয়ার ব্যবহারের প্রয়োজন হলে নিজ উদ্যোগে হুইল চেয়ার সংগ্রহ ও ব্যবহার করতে হবে বিমান টিকিট
    • পরিবর্তনের প্রয়োজন হলে এয়ারলাইন্স এর সাথে যোগাযোগ করে নিজ দায়িত্বে টিকিট পরিবর্তন করতে হবে হজ কার্যক্রম
    • পরিচালনায় প্রাথমিকভাবে যোগ্য হজ এজেন্সির তালিকা www.hajj.gov.bd হতে ডাউনলোড করা যাবে হজ সংক্রান্ত যে
    • কোন তথ্য ১৬১৩৬ নম্বরে ফোন করে জানা যাবে
    • সকল হজযাত্রীর জন্য বিমানের ইকোনোমি ক্লাসের টিকিটি সরবরাহ করা হবে।

    সরকারি মাধ্যমে হজযাত্রীগণের জন্য অনুসরণীয় বিষয়াদি

    • ই-হজ সিস্টেম, e-Hajj BD মোবাইল App, সকল ইউডিসি, ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয় এবং হজ অফিস, ঢাকায় নিবন্ধন ভাউচার তৈরি করা যাবে
    • সোনালী ব্যাংক লি. স্থানীয় কার্যালয় শাখা, মতিঝিল ঢাকা, হিসাবের শিরোনাম Sale Proceeds of Hajj Deposit হিসাব নং ০০০০০০০০০৮ এ সোনালী ব্যাংকের যে কোন শাখা হতে নির্ধারিত তারিখের মধ্যে নিবন্ধনের টাকা জমা প্রদান করে হজযাত্রী নিবন্ধন সনদ গ্রহণ করবেন।

    বেসরকারি (হজ এজেন্সির) মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের শর্তাবলী

    • সরকারি মাধ্যমের সাধারণ প্যাকেজের সাথে সামঞ্জস্য রেখে হাব/ এজেন্সি কর্তৃক ঘোষিত “সাধারণ হজ প্যাকেজ” এবং মক্কা ও মদিনায় উন্নতমানের বাড়ি ও মিনার তাঁবুর ক্যাটাগরির ভিত্তিতে প্রস্তুতকৃত আপগ্রেডেড প্যাকেজে হজযাত্রী নিবন্ধন করা যাবে। এজেন্সির হজ প্যাকেজ www.hajj.gov.bd এবং এজেন্সির নিজস্ব ওয়েবসাইটে প্রদর্শন করতে হবে।
    • হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা ২০২২ এর বিধি ১১ (২) অনুযায়ী হজযাত্রীর সুযোগ-সুবিধা উল্লেখপূর্বক হজ এজেন্সি হজযাত্রীর সঙ্গে লিখিত চুক্তি সম্পাদন করবে।
    • হজযাত্রী এজেন্সির হজ কার্যক্রমের জন্য অনুমোদিত ‘ব্যাংক হিসাবে’ এর মাধ্যমে আর্থিক লেনদেন করবেন।
    • প্রাক-নিবন্ধনকালে গৃহীত অর্থ হতে বিভিন্ন ফি কর্তনপূর্বক অবশিষ্ট ২৬,৫০৮.১২ টাকা নিবন্ধনে সমন্বয়যোগ্য। সমন্বয়ের পর নিবন্ধনের অবশিষ্ট টাকা এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে ১০/১২/২০২৩ তারিখের মধ্যে জমা দিয়ে নিবন্ধন করা যাবে।
    • সৌদি সরকার কর্তৃক নির্ধারিত সংখ্যক হজযাত্রী এজেন্সির না থাকলে, বিধিমালা মোতাবেক লিড এজেন্সি নির্ধারণ করতে হবে। স্থানান্তরের মাধ্যমে গৃহীত হজযাত্রীদের যাবতীয় দায়-দায়িত্ব লীড এজেন্সি গ্রহণ করবে।
    • হজযাত্রী সরাসরি তাঁর এজেন্সি থেকে বিমানের টিকিট সংগ্রহ করবেন।
    • এজেন্সি তাঁর নিবন্ধিত হজযাত্রীর সর্বোচ্চ ৫% প্রতিস্থাপন করতে পারবে।
    • হজে গমনের শর্তাবলী, করণীয় ও হজযাত্রীর সুযোগ-সুবিধা হজ প্যাকেজ ২০২৪ হতে বিস্তারিত জানা যাবে।

     

    Hajj Registration Notice

    Video Details

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group