Government Employee Hospital Job Circular

  • Government Employee Hospital Job Circular, Government Employee Hospital Job Circular

    সরকারি কর্মচারী হাসপাতালের রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।

    • অর্থোটিস্ট
    • ডায়েটিশিয়ান
    • এনেসথেসিস্ট
    • অডিওলজিস্ট
    • ফিজিওথেরাপিস্ট
    • ও.টি. টেকনিশিয়ান
    • ইকো টেকনিশিয়ান
    • ডে-কেয়ার অফিসার
    • হল্টার টেকনিশিয়ান
    • ই.টি.টি টেকনিশিয়ান
    • সহকারী লাইব্রেরীয়ান
    • ই.সি.জি টেকনিশিয়ান
    • অকুপেশনাল থেরাপিস্ট
    • ই.পি.আই. টেকনিশিয়ান
    • পরিবার কল্যাণ পরিদর্শিকা
    • বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার
    • স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট
    • স্বাস্থ্য শিক্ষাবিদ/ হেলথ এডুকেটর
    • ডায়ালাইসিস টেকনিশিয়ান
    • বায়োমেডিকেল টেকনিশিয়ান
    • ইলেক্ট্রো মেডিকেল টেকনিশিয়ান
    • গ্যাসট্রোএন্টারোলজি টেকনিশিয়ান
    • ক্যাথ ল্যাব টেকনিশিয়ান (ই.সি.জি)
    • ক্যাথ ল্যাব টেকনিশিয়ান (রেডিওগ্রাফার)
    • রেকর্ড কিপার
    • কম্পাউন্ডার
    • সহকারী হিসাব রক্ষক
    • হিসাব সহকারী
    • রেন্ট কালেক্টর
    • ক্যাটালগার
    • জুনিয়র মেকানিক
    • ইন্সট্রুমেন্ট কেয়ারটেকার
    • হাউজ কিপার
    • লিনেন কিপার
    • অফিস সহায়ক
    • ওয়ার্ড মাস্টার

    বয়সসীমা :১ জানুয়ারি ২০২৪ তারিখে প্রার্থীর বয়স উল্লিখিত সীমার মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহিদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

    আবেদন যেভাবে :আগ্রহী প্রার্থীদের এই http://skh.teletalk.com.bd/ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা alljobs.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

    আবেদন ফি :অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ৩০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৩৫ টাকাসহ মোট ৩৩৫ টাকা এবং ৩ থেকে ৬ নম্বর পদের জন্য ২০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

    আবেদনের সময়সীমা: ১৩/০২/২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

    PDF Download Link: http://skh.teletalk.com.bd/docs/SKH.pdf

     

    Government Employee Hospital Job Circular

     

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group