ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস ইন্ডিয়া লিমিটেড এ নিয়োগ বিজ্ঞপ্তি । EPIL Recruitment 2025
EPIL Recruitment 2025, Engineering Projects (India) Ltd, EPIL Recruitment
চাকরির বর্ণনাঃ
রাষ্ট্রায়ত্ত সংস্থা ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস ইন্ডিয়া লিমিটেড (ইপিআইএল)-এ কাজের সুযোগ। এমনটা জানিয়ে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। জানানো হয়েছে, কলকাতায় সংস্থার পূর্বাঞ্চলীয় দফতরে কর্মী প্রয়োজন। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে। যে প্রক্রিয়া শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে।
পদ সমুহঃ
সংস্থায় গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (সিভিল) বা শিক্ষানবিশ পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে একটি। নিযুক্ত ব্যক্তির প্রশিক্ষণ চলবে এক বছর ধরে। এই সময় তাঁকে বৃত্তি বাবদ মাসে ১০,০০০ টাকা দেওয়া হবে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হওয়া জরুরি। পাশাপাশি, এআইসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বিটেক-এ ন্যূনতম ৫৫ শতাংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে।
আবেদন করার প্রক্রিয়াঃ
আবেদনের শেষ তারিখ: ১৩/০৩/২০২৫ ইং
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১৩ মার্চ আবেদনের শেষ দিন। এর পর প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
PDF Download Link: Click Here
- Eligible and interested applicants are required to send their applications as per format enclosed herewith as Annexure-1 along with scanned copies of all testimonials / certificates to the email id: – saptarshi.m@epi.gov.in
- No other means/mode of application will be accepted. Applications received between 1200 Hours on 21.02.2025 till 1730 Hours on 13.03.2025 shall only be considered.
- Before submitting application, the applicants should possess valid E-mail ID, which should remain valid & active till the completion of selection process.
বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)
Engineering Projects (India) Ltd., a ‘Mini Ratna’ Central Public Sector Enterprise under the aegis of Department of Heavy Industries, Ministry of Heavy Industries & Public Enterprises, Govt. of India with turnover of more than ` 1600 Crores, engaged in execution of wide range of multi facet projects on turnkey basis in Power, Steel, Industrial, Civil & Infrastructure Sectors, intends to engage a Graduate Apprentice under Apprentice Act 1961 at its “Eastern Regional Office, Kolkata or at any of its controlled sites”.