Dakshin Dinajpur District Office, West Bengal Job Circular

  • Dakshin Dinajpur District Office, West Bengal Job Circular, Dakshin Dinajpur District Office, West Bengal Job Circular 2025

    চাকরির বর্ণনাঃ

    সমাজকল্যাণ বিভাগ, জেলা শিশু সুরক্ষা ইউনিট, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট একাধিক পদে কর্মী নিয়োগ করবে, যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।

    দক্ষিণ দিনাজপুর জেলায় কাজের সুযোগ। জেলাশাসক কার্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে-র তরফে এই নিয়োগ। সম্প্রতি এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

    Website: Click Here

    পদ সমুহঃ

    • লিগ্যাল কাম প্রবেশন অফিসার,
    • আউটরিচ ওয়ার্কার,
    • প্রোটেকশন অফিসার এবং
    • সোশ্যাল ওয়ার্কার

    লিগ্যাল কাম প্রবেশন অফিসার পদে আবেদনের জন্য ১৮ থেকে ৪৫ বছর বয়সী আইনে স্নাতকরা আবেদন করতে পারবেন। বেতন দেওয়া হবে ২৭,৮০৪ টাক।

    প্রোটেকশন অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল ওয়ার্ক/ মনোবিদ্যা/ আইন/ সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর যোগ্যতা থাকা দরকার। প্রতি মাসে বেতন দেওয়া হবে ২৭,৮০৪ টাকা।

    আউটরিচ ওয়ার্কার পদে আবেদনের জন্য দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। বেতন দেওয়া হবে প্রতি মাসে ১২ হাজার টাকা। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

    সোশ্যাল ওয়ার্কার পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল ওয়ার্ক বিষয়ে স্নাতক যোগ্যতা থাকা প্রয়োজন। প্রতি মাসে ১৮,৫৩৬ টাকা বেতন দেওয়া হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

    আবেদন করার প্রক্রিয়াঃ

    আবেদনের শেষ তারিখ: ১৪/০৩/২০২৫ ইং 

    প্রার্থীকে প্রথমে দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে https://ddinajpur.nic.in/। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ১৪ মার্চ পর্যন্ত জমা দেওয়া যাবে আবেদনপত্র।

    বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

     

    Dakshin Dinajpur District Office, West Bengal Job Circular

    Dakshin Dinajpur, also known as South Dinajpur, is a district in the Indian state of West Bengal. Established on April 1, 1992, it was formed by dividing the erstwhile West Dinajpur District. The district’s headquarters are located in Balurghat.

    Administrative Structure:

    • Subdivisions: The district comprises two subdivisions:

      • Balurghat
      • Gangarampur
    • Blocks: There are eight blocks within the district:

      • Balurghat
      • Kumarganj
      • Hili
      • Tapan
      • Gangarampur
      • Banshihari
      • Kushmandi
      • Harirampur

    Key Administrative Offices:

    • District Magistrate & Collector: The head of the district administration is the District Magistrate & Collector. As of the latest available information, the current officer is Shri Bijin Krishna, I.A.S.

      • Contact Information:
        • Office Address: Office of the District Magistrate & Collector, Dakshin Dinajpur, Balurghat, PIN – 733101
        • Phone: 03522-255201
        • Fax: 03522-255488
        • Email: dm-bgt-wb@nic.in
    • District Police: The district police are headed by the Superintendent of Police. As per the latest available information, the current officer is Shri Chinmay Mittal, IPS.

      • Contact Information:
        • Office Phone: 03255-255321
        • Mobile: 9147889005

     

     

     

    WB Govt Job 2025

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group