Customs, Excise & VAT Commissionerate Job Circular

  • Customs Excise And VAT Commissionerate Job Circular, Customs Excise And VAT Commissionerate Job

    চাকরির বর্ণনাঃ

    পদ সমুহঃ

    • ১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
      পদসংখ্যা: ২

      যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং সাঁটলিপিতে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

      বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

    • ২. পদের নাম: উচ্চমান সহকারী
      পদসংখ্যা: ৪

      যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং ওয়ার্ড প্রসেসিং/ডেটা এন্ট্রি/টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।

      বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

    • ৩. পদের নাম: ক্যাশিয়ার
      পদসংখ্যা: ৪

      যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা; ওয়ার্ড প্রসেসিংসহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

      বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

    • ৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
      পদসংখ্যা: ৩

      যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা; কম্পিউটার মুদ্রাক্ষরের গতি বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

      বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    • ৫. পদের নাম: ড্রাইভার
      পদসংখ্যা: ২

      যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। গ্রেড-১৬–এর ক্ষেত্রে হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে।

      বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    • ৬. পদের নাম: সিপাই
      পদসংখ্যা: ৩১

      যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি (পুরুষ), ৫ ফুট ২ ইঞ্চি (মহিলা) এবং বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি (উভয় ক্ষেত্রে)।

      বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

    • ৭. পদের নাম: ডুপ্লিকেটিং মেশিন অপারেটর (ডিএমও)
      পদসংখ্যা: ২

      যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। ফটোকপি মেশিন চালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

      বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

    • ৮. পদের নাম: ডেসপ্যাচ রাইডার
      পদসংখ্যা: ১

      যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

      বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

    • ৯. পদের নাম: অফিস সহায়ক
      পদসংখ্যা: ১৫

      যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

      বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

    আবেদন করার প্রক্রিয়াঃ

    আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://vatdw.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

    আবেদনের সময়সীমা: ১৩ এপ্রিল থেকে ৪ মে ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

    বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

    Customs, Excise & VAT Commissionerate Job Circular

    চাকরির বর্ণনাঃ

    কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনা শূন্যপদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন আহ্বান করেছে। শুধুমাত্র ঢাকা, মানিকগঞ্জ ও টাংগাইল জেলার স্থায়ী বাসিন্দারা পদগুলোতে আবেদন করতে পারবে।

    পদ সমুহঃ

    • সিপাই
    • গাড়ী চালক
    • অফিস সহায়ক
    • উচ্চমান সহকারী
    • সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
    • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

    আবেদন করার প্রক্রিয়াঃ

    আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://vatdw.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

    আবেদনের সময়সীমা: ০৬/০৩/২০২৪ ইং বিকাল ৫টা পর্যন্ত।

    বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

     

    The Customs, Excise & VAT Commissionerate in Bangladesh operates under the National Board of Revenue (NBR) and is responsible for administering customs duties, excise duties, and value-added tax (VAT) across various regions, including Dhaka. The Dhaka region is divided into several commissionerates, each overseeing specific areas:

    1. Dhaka East Commissionerate:

    2. Dhaka West Commissionerate:

    3. Dhaka South Commissionerate:

    4. Dhaka North Commissionerate:

    5. Customs, Excise & VAT Appeal Commissionerate Dhaka-2:

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group