Customs Bond Commissionerate Job Circular | কাস্টমস বন্ড কমিশনারেট এ নিয়োগ বিজ্ঞপ্তি

  • Customs Bond Commissionerate Job Circular, Customs Bond Commissionerate Job

    চাকরির বর্ণনাঃ

    কাস্টমস বন্ড কমিশনারেট এ বিভিন্ন পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।

    পদ সমুহঃ

    • সিপাই
    • ড্রাইভার
    • ক্যাশিয়ার
    • অফিস সহায়ক
    • উচ্চমান সহকারী
    • কম্পিউটার অপারেটর
    • সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর
    • সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
    • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

    আবেদন করার প্রক্রিয়াঃ

    আবেদনের শেষ তারিখ: ২২/১১/২০২৩ ইং  Website: https://www.cbcctg.gov.bd/

    বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

    Customs Bond Commissionerate Job Circular

    Address:

    CUSTOM BOND COMISSIONERATE
    42, M M Ali Road
    Lalkhanbazar, Chattogram
    Phone: 031-252525
    Email: info@cbcctg.gov.bd

    কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বন্ড কমিশনারেট। ২৫/০৩/২০০১ খ্রিঃ তারিখে কাস্টমস বন্ড কমিশনারেট, আঞ্চলিক কার্যালয় হিসেবে চট্টগ্রামের কার্যক্রম শুরু হয়। দেশের বৃহত্তম শিল্প নগরী চট্টগ্রামের ব্যবসায়ী সম্প্রদায়ের দীর্ঘদিনের প্রয়োজনের তাগিদে ২০১১ সালের আগস্ট মাসে পূর্ণাঙ্গ কমিশনারেট হিসেবে রূপ লাভ করে। বৈদেশিক মুদ্রা অর্জন, রপ্তানিকে বেগবান ও আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকার রপ্তানিকারকদের বন্ডেড ওয়্যারহাউস সুবিধা দিয়ে থাকে।

    দি কাস্টমস এ্যাক্ট, ১৯৬৯ এর ধারা ১৩ এবং ধারা ৮৪-১১৯ এর আওতায় কাস্টমস বন্ডেড ওয়্যারহাউস সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হয়। কাস্টমস ওয়্যার হাউস ব্যবস্থাপনার জন্য জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক বিভিন্ন সময়ে জারীকৃত প্রজ্ঞাপন, অফিস আদেশ, স্থায়ী আদেশ ও কাস্টমস বন্ড কমিশনার কর্তৃক ইস্যুকৃত আদেশাবলী আইন ও বিধির পাশাপাশি সমভাবে প্রযোজ্য।

    ০২।কাস্টমস বন্ড কমিশনারেট এর দুটি কার্যালয় রয়েছে, যথা-(১) কাস্টমস বন্ড কমিশনারেট, ৩৪২/১, সেগুনবাগিচা, রমনা, ঢাকা ও (২) কাস্টমস বন্ড কমিশনারেট, ৪২, এম. এম. আলী রোড, লালখাঁন বাজার, চট্টগ্রাম। অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট কাস্টম হাউস বা ভ্যাট কমিশনারেট তাদের অধিক্ষেত্রাধীণ বন্ডেড ওয়্যার হাউস নিয়ন্ত্রয়ন করে থাকেন।

     

     

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group