বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি | Bibi Marium Girls High School Job Circular
Bibi Marium Girls High School Job Circular, Bibi Marium Girls High School Job
চাকরির বর্ণনাঃ
সরকারী সর্বশেষ নীতিমালা / ২০১৮ অনুযায়ী বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়, ৩৪ ঈশা খাঁ রোড, কেল্লারপুল,নারায়ণগঞ্জ সদর-১৪০০ এর শূন্যপদে ০১ (এক) জন অভিজ্ঞ ও দক্ষ প্রধান শিক্ষক আবশ্যক । আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনেরো) দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজ পত্রসহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ কপি ছবি ও অফেরতযোগ্য ১০০০/- (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফ্ট জনতা ব্যাংক ড্রেজার সংস্থা শাখা, নারায়ণগঞ্জ এর অনুকূলে সভাপতি বরাবর ডাকযোগে আবেদন করতে হবে।
পদ সমুহঃ
- ওয়াশরুম ক্লিনার
- সহকারী শিক্ষক, হিন্দু ধর্ম
- সহকারী শিক্ষক, জীববিজ্ঞান
- সহকারী শিক্ষক, ইংরেজি
- সহকারী শিক্ষক, গণিত
- কম্পিউটার ল্যাব অপারেটর
- আয়া
- নৈশপ্রহরী
- নিরাপত্তাকর্মী
আবেদন করার প্রক্রিয়াঃ
বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয় মূলত একটি বালিকা উচ্চ বিদ্যালয়। তবে এখানে বিদ্যালয় প্রতিষ্ঠা কাল থেকে প্রাথমিক (১ম থেকে ৫ম শ্রেণি) শাখা চলমান ও বিদ্যমান আছে। যেখানে ছেলে ও মেয়ে উভয়ের লেখাপড়া করার সুযোগ রাখা হয়েছে। উদ্দেশ্য এখানে কিছু নারী শিক্ষার্থী তৈরি করে আনা এবং ছেলেরা ৫ম শ্রেণি উত্তীর্ণের পর চলে যায় কোন বালক বিদ্যালয়ে। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৭২ সালে। অত্র অঞ্চলে তখন নারী শিক্ষার কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। বিদ্যালয়টি ১.৬২ একর জমির উপর অবস্থিত যাহার সম্পূর্ণ এলাকাটি মোঘল আমলের দেয়াল দ্বারা সুরক্ষিত। এর মধ্যে ০.৪৪ একরে মূল ভবন সমূহ অবস্থিত অবশিষ্ট ০.৭৪ একর জমির উপর খেলার মাঠ এবং খেলার মাঠের পশ্চিম প্রান্তে ০.০৫ একর জমির উপর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের জন্য নির্মীত হয়েছে বাসভবন। ইহা ছাড়া বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে ০.৪৪ একর জমির উপর ঐতিহাসিক শাহী মসজিদ ও ঈদগাহ অবস্থান করছে।
বিদ্যালয়ে বর্তমানে প্রাথমিক শাখায় ২৫৮ জন এবং মাধ্যমিক শাখায় ১১৩৭ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। বিদ্যালয়ে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় পারদর্শিতা দেখাতে সক্ষম হয়েছে। যেমন: দাবা, ভলিবল,হ্যান্ডবল,ফুটবল,এথল্যটিকস্। দরিদ্র ও অশিক্ষিত অভিভাবকের সমতানদের এখানে ভর্তি করতে হয় যার জন্য লেখা পড়া করানোর ক্ষেত্রে অভিভাবকদের সহযোগিতা পাওয়া যায় কম। যার জন্য শিক্ষার্থীদের যথার্থ শিক্ষা দিতে বেশ বেগ পেতে হয়।
বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির তৎপরতায় অবকাঠামোর বেশ অগ্রগতি সাধিত হয়েছে। বিদ্যালয়ের পরিবেশ যথেষ্ট ভাল বলে দাবি করা যায়। অতি বন্যা বা অতীব খরা অত্যাধিক গরমেও বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশের বিঘ্ন ঘটে না।
বিদ্যালয়ে লেখাপড়া করার স্বার্থে একটি কম্পিউটার ল্যাব, একটি বিজ্ঞানাগার, একটি পাঠাগার চালু করা হয়েছে। টিফিনে শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থা চালু থাকায় তাদের বাইরে বা বাসার খাবার প্রয়োজন হয় না। ইহা ছাড়া বিদ্যালয়ের ভিতর একটি বেসরকারী ক্যান্টিন চালু আছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষে একটি অডিটোরিয়াম তৈরী করা হয়েছে যেখানে এক সাথে ৮০০ শিক্ষার্থী বসতে পারে। সেখানে বিভিন্ন জাতীয় দিবস এবং সাংস্কৃতিক কর্মকান্ড নিয়মিত ভাবে পারিচালিত হয়ে আসছে। শিক্ষকদের মাঝে মাঝে প্রশিক্ষনের বিষয়গুলো হালনাগাদ করা এবং নতুন কোন বিষয়ে প্রশিক্ষণের লক্ষে একটি প্রশিক্ষণ কক্ষ নির্মিত হয়েছে যাতে শিক্ষকদের পাঠদানে দক্ষতা বৃদ্ধি পায়।
বিদ্যালয়ের ছাত্রীদের লেখাপড়ার বিষয়গুলির বাস্তব জ্ঞান ও মেধা বিকাশের লক্ষে রচনা প্রতিযোগিতা,বিতর্ক প্রতিযোগিতা,খেলাধুলার ও শিক্ষা সফরের ব্যবস্থা করা হয় । যার ফলশ্রতিতে বিদ্যালয়ের পাবলিক পরীক্ষার ফলাফল ক্রমশ ভাল হতে শুরু করেছে।
বিদ্যালয়টি যেহেতু মেয়েদের, মেয়েরা ফুলের মত । বিদ্যালয়ের সু-পরিসর ছাদে বড় করে ফুলের ও ফলের বাগান করা হয়েছে। সেখানে নানা জাতের ফুল ও ফল গাছ সবসময়ই শোভা বর্ধন করে যাচ্ছে। যাহা মেয়েদের বিনোদনের পরশ বুলায়।
বিদ্যালয়ে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে গভীর নলকুপ স্থাপন করা হয়েছে।
বিদ্যালয়টি নারায়ণগঞ্জ শহরের পূর্ব পার্শ্বে শীতলক্ষ্যা নদীর পশ্চিম পারে বড় রাস্তার সাথে অবস্থিত। বড় রাস্তাটি ঢাকা-চট্টগ্রাম গামী রাস্তার চিটাগাং রোড় নামক স্থান থেকে আদমজী ইপিজেড হয়ে নারায়ণগঞ্জ শহরে প্রবেশের পূর্বেই রাস্তার পশ্চিম পার্শ্বে বিদ্যালয়ের অবস্থান।