Bangladesh Board of Unani and Ayurvedic Systems of Medicine Admission Circular

  • Bangladesh Board of Unani and Ayurvedic Systems of Medicine Admission Circular

    ডিইউএমএস/ডিএএমএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

    বাংলাদেশ ইউনানী এন্ড আয়ুর্বেদিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স, ১৯৮৩ এর অধীন সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির শিক্ষা প্রতিষ্ঠানসমূহে চার বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সে ২০২৩ – ২০২৪ ইং শিক্ষা বৎসরে ১ম বর্ষে ছাত্র/ছাত্রী ভর্তি শুরু হয়েছে এবং তা আগামী ২৭ সেপ্টেম্বর ২০23 খ্রি. পর্যন্ত চলবে।

    ভর্তির যোগ্যতা: এসএসসি বা তৎসমমানের শিক্ষাগত যোগ্যতা। ৪(চার) বৎসরের পাঠ্য সমাপ্তি ও বোর্ডের অধীনে কোয়ালিফাইং পরীক্ষা পাসের পর সফলভাবে ছয় মাসের ইস্টার্ণ কোর্স সমাপনান্তে বোর্ড কর্তৃক ডিইউএমএস/ডিএএমএস ডিপ্লোমা প্রদান এবং সংশ্লিষ্ট সরকারি আইন অনুযায়ী কোয়ালিফাইড “এ” ক্যাটাগরী হাকীম কবিরাজ হিসেবে রেজিস্টার্ড চিকিৎসক-এর মর্যাদা লাভের ব্যবস্থা আছে। প্রত্যেক কলেজেই বোর্ড কর্তৃক মেধাভিত্তিক ৬টি করে ছাত্রবৃত্তি দেয়া হয়। ইন্টার্ণশীপ ভাতারও ব্যবস্থা রয়েছে। ভর্তির ফরম ও প্রসপেক্টাসের জন্য সরাসরি সংশ্লিষ্ট কলেজে যোগাযোগ করুন।

    স্বীকৃতিপ্রাপ্ত ইউনানী ও আয়ুর্বেদিক প্রতিষ্ঠানসমূহের তালিকা

    bbuasm

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group