Bangladesh Health Professions Institute Admission Circular

  • Bangladesh Health Professions Institute Admission Circular, Bangladesh Health Professions Institute Admission Circular

    ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি পুনঃ বিজ্ঞপ্তি

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত এবং এই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে একাডেমিক ৪ বছর ও ১ বছর বাধ্যতামূলক ইন্টার্নশীপসহ মোট ৫ বছর মেয়াদী নিম্নে বর্ণিত কোর্স সমূহে ১ম বর্ষে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে।

    1. বিএসসি-ইন ফিজিওথেরাপি
    2. বিএসসি-ইন অকুপেশনাল থেরাপি
    3. বিএসসি-ইন স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিএসসি ইন প্রস্থেটিক্স এন্ড অর্থোটিক্স

    ভর্তির জন্য আবেদনের যোগ্যতা :

    জীববিজ্ঞান, পদার্থবিদ্যা ও রসায়ন সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৮.০০ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পৃথক পৃথক ভাবে জিপিএ ৩.৫০ থাকতে হবে। আবেদনকারীকে ২০১৯ অথবা ২০২০ সালে মাধ্যমিক/ সমমান পরীক্ষায় এবং ২০২১ অথবা ২০২২ সালে উচ্চ মাধ্যমিক / সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

    আবেদন করার নিয়মাবলী:

    Bangladesh Health Professions Institute (BHPI) এর Website: www.bhpi.edu.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার বিস্তারিত নিয়মাবলী ওয়েবসাইটে দেয়া আছে। আবেদন করার জন্য Mozilla Firefox Browser ব্যবহার করতে হবে।
    Website link: www.bhpi.edu.bd/bachelor-program/

    ভর্তি পরীক্ষা পদ্ধতি ঃ

    ক) মোট ২০০ নম্বরের মধ্যে ফলাফল প্রস্তুত করা হবে। এসএসসি এবং এইচএসসি এর ফলাফলের জন্য = ১০০ নম্বর (এসএসসি=৪০% এবং এইচএসসি=৬০%)।

    খ) লিখিত পরীক্ষা (এমসিকিউ পদ্ধতি) = ১০০ নম্বর ।
    লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক মানবন্টন : পদার্থবিদ্যা = ২৫, রসায়নবিদ্যা = ২৫, জীববিদ্যা = ২৫, ইংরেজী = ১৫, সাধারণ জ্ঞান = ১০ অনলাইনে আবেদনের শেষ তারিখ (পরিবর্তিত তারিখ) ঃ বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে ১৯/০৭/২০২৩ ইং পর্যন্ত ।

    ভর্তি ও স্বাস্থ্যগত পরীক্ষার সময়সূচী (পরিবর্তিত তারিখ) ঃ ২২/০৭/২০২৩ ইং সকাল ১০ টায়, বিএইচপিআই, সিআরপি, সাভার। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

    প্রয়োজনে ফোন নম্বর সমূহ
    : 28/07/2013 ইং বিকাল ৫.০০ টায় । ঃ ০১৭৩০০৫৯৬৪৭; 02-224445464-5
    ( অফিস চলাকালীন সময় শনিবার – বুধবার সকাল ৮.০০ টা থেকে বিকাল ৫.০০ টা এবং বৃহস্পতিবার ৮.০০ টা থেকে দুপুর ১.৩০ টা পর্যন্ত; শুক্রবার বন্ধ) বিদ্রঃ ভর্তি সংক্রান্ত যে কোন ব্যাপারে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে।
    অধ্যক্ষ বিএইচপিআই, সিআরপি ।

    Bangladesh Health Professions Institute Admission Circular

     

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group